Breaking News

[মোদির ঢাকা সফর, বায়তুল মোকাররমে উত্তেজনা


 মোদির ঢাকা সফর,বায়তুল মোকাররমে উত্তেজনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে উত্তেজনা দেখা দিয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের হয়েছে। পুলিশের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে মোদির সফরের প্রতিবাদে নারায়ে তাকবির, আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দেয়। এতে পুলিশের পক্ষে অবস্থান নেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ের উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হেফাজতের নেতাকর্মীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবর বলে স্লোগান দেন। অপরদিকে, জয় বাংলা বলে স্লোগান দেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাইরে থেকে মসজিদের ভেতরে ইট-পাটকেল ছুড়েছেন। এ ছাড়া বিক্ষিপ্তভাবে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ।

মোদির ঢাকা সফর, বায়তুল মোকাররমের সামনে উত্তেজনা
এ সময় সংবাদকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে আজ শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, শুরু থেকেই নরেন্দ্র মোদির ঢাকা সফর নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে হেফাজত ইসলাম, সমমনা ইসলামী দল এবং ছাত্র ও যুব অধিকার পরিষদসহ বেশ কয়েকটি সংগঠন। অন্যদিকে, পুলিশও গতকাল বৃহস্পতিবার জানিয়ে দেয় যে, শুক্রবার মোদির সফরকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷