[দোলযাত্রা হিন্দু বাঙালিদের একটি বিশেষ উৎসব।
দোলযাত্রা হিন্দু বাঙালিদের একটি বিশেষ উৎসব।
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়।
• দোলযাত্রার দিন বাড়ির যে কোনও সদস্য শ্রীকৃষ্ণের এই দু’টি মন্ত্র অবশ্যই পাঠ করুন—
মন্ত্র
১) হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎ পথে। গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে ।।
২) কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।
এই মন্ত্র ১০৮বার পাঠ করলে জীবন থেকে নানা সমস্যা দূরে সরে যাবে।
• এই দিন সূর্যোদয়ের আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর পুজো দিন। ঠাকুরের চরণে আবির দিতে ভুলবেন না।
• এই দিন ভগবানকে প্রসাদ হিসেবে সাদা মিষ্টি অর্পণ করুন।
• এই দিন রাধাকৃষ্ণের যুগলমূর্তি অবশ্যই পুজো করতে হবে।
• দোলযাত্রার দিন বাড়িতে কোনও আমিষ রান্না করা যাবে না।
• এই দিন বাড়িতে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালুন।
• এই দিন বাড়িতে গরিবদের খালি হাতে ফেরাবেন না।
• এই দিন শিশুদের পছন্দমতো উপহার দিন।
• এই দিন কোনও তেতো খাবার খেতে নেই।
• গুরুপূর্ণিমার দিন মা লক্ষ্মীর কাছে নারকেলের তৈরি জিনিস যেমন নাড়ু বা লাড্ডু ইত্যাদি অর্পণ করুন। এতে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন। নারকেল মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস।
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷