Breaking News

[সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলার দ্রুত বিচার-শাস্তি দাবিতে হিন্দু মহাজোটের মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচি


 

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মালম্বীদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করেছে বাংলাদেশ  জাতীয় হিন্দু মহাজোট।  

হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সহ-সভাপতি প্রদীপ পাল, অ্যাড. প্রদীপ সরকার, মহাসচিব অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ন মহাসচিব নকুল কুমার মণ্ডল, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. প্রতিভা বাকছি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা মামুনুল হকের উসকানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে ঝুমন কুমার নামের ফেসবুক আইডি থেকে মামুনুল হক হিন্দু-মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগাতে চাচ্ছেন লিখে পোস্ট করেন।

পরে গত ১৭ মার্চ সকালে শত শত সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে সঙ্গবদ্ধ হয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নয়াগাঁও গ্রামে ৮৮ বাড়িঘর এবং ৮টি মন্দির ভাঙচুর করেন এবং ব্যাপক লুটপাট করে ত্রাসের রাজত্ব কায়েম করেন।  

বক্তারা বলেন, বাংলাদেশ নামক অসম্প্রদায়িক রাষ্ট্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনের দিন এমন ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার।

হিন্দু সম্প্রদায় মৌলবাদী অপশক্তির অত্যাচার এবং নির্যাতনের শিকার।  

সমাবেশ থেকে বক্তারা হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা, বাড়িঘর এবং মন্দির ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি দাবি করেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷