Breaking News

[ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখল চেষ্টা


 সনাতন নিউজ২৪.<> ঢাকা বাংলাদেশ 

   শুক্রবার „১২ মার্চ ২০২১„

    •     

শুক্রবার (১২ মার্চ) সকালে নলছিটি থানার এএসআই মো. বিল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগে বাদী জানান, স্থানীয় সেওতা বাজারের এস.এস ৬৫৫ ও ৬৫৪ দাগের ১৫ শতাংশ প্রায় ১৯২৭ সালে থেকে পূর্বপুরুষসহ তারাই ভোগদখল করে আসছেন। কয়েক বছর যাবৎ ওই চক্রটি জমিটির দখল নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি নিজেদের জমিতে একটি বসতঘর নির্মাণের কাজ শুরু করলে তাতে বাঁধা দেন তারা। গত ৯ মার্চ দুপুরে ওই চক্রটি লোকজন নিয়ে নির্মাণাধীন বসতঘরের পিলার ভেঙে দেয় ও কয়েকটি পিলারের রড বাঁকা করে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

এ ব্যাপারে জসিম হাওলাদার ও নজরুল হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। পরে তাদের বাড়িতে গেলে জসিম হাওলাদারের বোন পারভীন বেগম ও নিলুফা বেগম বলেন, আমরা ওখানে জমি পাব। তাই কাজে বাঁধা দিয়েছি।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷