[মাগুরায় ইসলাম গ্রহণে হিন্দুদের চিঠি: গ্রেফতার ৪ জন রিমান্ডে
ইসলাম গ্রহণে হিন্দুদের চিঠি: গ্রেফতার ৪ জন রিমান্ডে।
মাগুরার শ্রীপুর উপজেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ৫০ পরিবারকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে চিঠি দেওয়ার ঘটনায় গ্রেফতার চার জনকে দু’ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
চার আসামি হলেন; ইউসুফ বিশ্বাস ইবনুল, কোরবান আলী, হাবিবুর রহমান ও মোস্তাকিম বিল্লা।
বৃহস্পতিবার (২৫ মার্চ) মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাবুবা শরমীন এই আদেশ দেন।
মাগুরা জজ আদালতের পুলিশ পরিদর্শক শাহজাহান সিরাজ বলেন, এ ঘটনায় তাদের আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরগোয়ালদহ ও মালাইনগর গ্রামে ইসলাম ধর্মগ্রহন করার আহবান জানিয়ে ৫০টি সংখ্যালঘু হিন্দু পরিবারকে কে বা কারা উড়ো চিঠি দেয় । গত শুক্রবার রাতের বেলায় মোটরসাইকেলে করে মাথায় হেলমেট লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে কয়েকজন যুবক এই চিঠি দিয়ে যায়। চিঠি পড়ে এলাকার হিন্দু সংখ্যালঘুদের মধ্যে আতংকের সৃষ্টি হয়। এই ঘটনায় চরগোয়ালদহ গ্রামের অসিম মন্ডল বাদী হয়ে ২১জনকে আসামী করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷