[মাধবপুরে এক রাতে ২টি মন্দির ১টি শ্মশানে চুরি
হবিগঞ্জের মাধবপুরের আদাঐর গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে ২ মন্দির ও একটি শ্মশানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ২টি কষ্টি পাথরের মূর্তি সহ ৫টি মূর্তি ও দান বাক্স ভেঙ্গে টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। খবর পেয়ে শনিবার সকালে হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট) সার্কেল মহসিন আল মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম ও চেয়ারম্যান ফারুক পাঠান ঘটনাস্থল পরিদর্শন করেন। রাজ-রাজেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমল ঘোষ জানান- শনিবার ভোরে মন্দির পরিস্কার করতে গিয়ে দেথতে পান মন্দিরের গেইটের থালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে দেখেন পিতলের দুটি মূর্তি ও প্রণামীর বাক্স ভেঙ্গে টাকা নিয়ে গেছে চোরেরা। এছাড়া কালি মন্দির ও মহাশ্মশানে একই কায়দায় চুরি সংঘটিত হয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি মোঃ আমিনুল ইসলাম জানান- এ ঘটনায় তদন্ত চলছে। চোরদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷