শ্রীমান কানু মল্লিকের সাথে শ্রীমানি লক্ষী দাশের শুভ বিবাহ মন্দির ভিত্তিক অনুষ্টিত
Sonatonnews24
হিন্দুবিবাহ একটি ধর্মীয় আচারিক বিষয়।বৈদিক যুগ থেকে ঋগ্বেদ ও অথর্ববেদে বিবাহের বর্ণিত মাঙ্গলিক নিয়মনীতির মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের বিবাহ অনুষ্টান অনুষ্টিত হয়।এই বিবাহ অনুষ্টান নিয়ে ঋগ্বেদে বিয়ের সামাজিক ও ধর্মীয় দায়িত্ব ও কর্তব্য প্রয়োজনীয়তার সু স্পষ্ট উল্লেখ আছে। বিবাহ অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত মাঙ্গলিক আচার-অনুষ্ঠানগুলি মধ্যে শুভদৃষ্টি, মাল্যদান, বেদমন্ত্রপাঠ, যজ্ঞসম্পাদন, কন্যাদান, পাণিগ্রহণ, অগ্নিপ্রদক্ষিণ, সপ্তপদীগমন এবং স্বস্তিবচন বিধি সম্মত ও সাত্তিকতা রয়েছে।সনাতন ধর্মাবলম্বীদের হারিয়ে যাওয়া মন্দির ভিত্তিক বিয়ে আবার ও সচল হচ্ছে সাত্তিকতার সাথে।২য়ে মার্চ সোমবার চট্টগ্রাম মহানগর চট্টশ্বরী কালি মন্দিরে আনোয়ারা থানা এলাকার মৃত স্বপন মল্লিক ও জয়া মল্লিকের পুত্র শ্রীমান কানু মল্লিকের সাথে সাতকানিয়া থানা এলাকার সুনীল দাশ ও ইন্দ্রা দাশের কন্যা শ্রীমানি লক্ষী দাশের শুভ বিবাহ মন্দির ভিত্তিক অনুষ্টিত বিবাহ হয়।চট্টগ্রাম মহানগড়স্থ শ্রীশ্রীচট্টশ্বরী কালী মায়ের বিগ্রহ মন্দিরের পুজারি শ্রী বাবুল চক্রবর্তী পৌরোহিত্যে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয়।এই সময় সমাজের বিভিন্ন গুরুজন ও হিন্দু যুব মহাজোট এর আইন বিষয়ক সম্পাদক - শ্রী সিল্টন দত্ত সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হিন্দুবিবাহ একটি ধর্মীয় আচারিক বিষয়।বৈদিক যুগ থেকে ঋগ্বেদ ও অথর্ববেদে বিবাহের বর্ণিত মাঙ্গলিক নিয়মনীতির মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের বিবাহ অনুষ্টান অনুষ্টিত হয়।এই বিবাহ অনুষ্টান নিয়ে ঋগ্বেদে বিয়ের সামাজিক ও ধর্মীয় দায়িত্ব ও কর্তব্য প্রয়োজনীয়তার সু স্পষ্ট উল্লেখ আছে। বিবাহ অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত মাঙ্গলিক আচার-অনুষ্ঠানগুলি মধ্যে শুভদৃষ্টি, মাল্যদান, বেদমন্ত্রপাঠ, যজ্ঞসম্পাদন, কন্যাদান, পাণিগ্রহণ, অগ্নিপ্রদক্ষিণ, সপ্তপদীগমন এবং স্বস্তিবচন বিধি সম্মত ও সাত্তিকতা রয়েছে।সনাতন ধর্মাবলম্বীদের হারিয়ে যাওয়া মন্দির ভিত্তিক বিয়ে আবার ও সচল হচ্ছে সাত্তিকতার সাথে।২য়ে মার্চ সোমবার চট্টগ্রাম মহানগর চট্টশ্বরী কালি মন্দিরে আনোয়ারা থানা এলাকার মৃত স্বপন মল্লিক ও জয়া মল্লিকের পুত্র শ্রীমান কানু মল্লিকের সাথে সাতকানিয়া থানা এলাকার সুনীল দাশ ও ইন্দ্রা দাশের কন্যা শ্রীমানি লক্ষী দাশের শুভ বিবাহ মন্দির ভিত্তিক অনুষ্টিত বিবাহ হয়।চট্টগ্রাম মহানগড়স্থ শ্রীশ্রীচট্টশ্বরী কালী মায়ের বিগ্রহ মন্দিরের পুজারি শ্রী বাবুল চক্রবর্তী পৌরোহিত্যে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয়।এই সময় সমাজের বিভিন্ন গুরুজন ও হিন্দু যুব মহাজোট এর আইন বিষয়ক সম্পাদক - শ্রী সিল্টন দত্ত সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷