বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব পদে পুনর্নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রামাণিক
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব পদে পুনর্নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রামাণিক।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জাতীয় কাউন্সিলে সারাদেশের ৩ হাজার ৩৩৭ জন কাউন্সিরের ভোটে তিনি (২০২০-২০২২) মহাসচিব নির্বাচিত হন।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এড. বিধান বিহারী গোস্বামী, নির্বাহী সভাপতি এড. দ্বিনবন্ধু রায়, সিনি: সহ সভাপতি প্রদ্বীজপ পাল, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র প্রমাণিক, সিনিয়র যুগ্ম সম্পাদক অনিল বনিক, মনিশংকর মন্ডল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সুব্রত কুমার দাস , অর্থ সম্পাদক প্রদ্বীপ মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রতিভা বাগচি।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের
শুক্রবার (৬ মার্চ) সকাল ৯ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। দেশের ৬৪ জেলা ও সকল উপজেলা থেকে ৩ হাজার ৩৩৭ জন কাউন্সির এতে উপস্থিত হন। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের প্রতিবাদে ইসলামী দলগুলোর প্রতিবাদ সমাবেশের কারণে গোপীবাগের ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে’ কাউন্সিল হওয়ার কথা থাকলেও পুলিশ অনুমতি না দেওয়ায় নির্দিষ্ট স্থানে অনুষ্ঠান হতে পারেনি। পরে কমিউনিটি সেন্টারের পাশের মাঠে উন্মুক্ত ময়দানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রচারে..
নালিতাবাড়ী উপজেলা শাখা,
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ।
(ভজন চন্দ্র সুত্রধর)
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷