Breaking News

পটুয়াখালী জেলা সংখ্যালঘু সম্প্রদায়ের জমিদখল, চাঁদা দাবি, দোকান ঘরে জোরপূর্বক তালা, ভারতে চলে যেতে নির্দেশ সংখ্যালঘু গোপাল কর্মকার

সনাতন নিউজ২৪.
পটুয়াখালী জেলার বাউফল থানার অন্তর্গত বগা গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের জমিদখল, চাঁদা দাবি, দোকান ঘরে জোরপূর্বক তালা, ভারতে চলে যেতে  নির্দেশ সংখ্যালঘু গোপাল কর্মকার ও তার পরিবারবর্গকে । গোপাল ও তার পরিবার এখন গ্রাম ছাড়া ।
গোপাল কর্মকার পিতা মৃত কালাচাঁদ কর্মকার গ্রাম বন্দর উপজেলা বাউফল জেলা পটুয়াখালী বাংলাদেশ মাইনরিটি ওয়াচ চেয়ারম্যান বরাবর লিখিতভাবে অভিযোগ করে বলেন যে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা বাজারে জুয়েলারি দোকান আছে।দোকানের জমি ক্রয় সূত্রে তিনি মালিক । জমির পরিমাপ ৬ শতাংশ যার বাজার মূল্য ৬০ লক্ষ টাকা|  উদ্দেশ্য গোপালের শেষ সম্বল ঐ ৬ শতাংশ জমি ও দোকান বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব এবং তার পুত্র,৭ নং বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান একে অপরের সহযোগিতায় জমি ও দোকান জোরপূর্বক বিভিন্ন কায়দায় তাকে দেশ ত্যাগে বাধ্য করে দখল করা।

গোপাল কর্মকার ও তার পরিবার BDMW কে জানান "এলাকার নামধারী রাজনীতিবিদ ও সমাজসেবক তারা আমার জমির উপর লোভ  করেছে যার কারণে আমার জুয়েলারি দোকানে অবৈধভাবে তালা লাগিয়ে দেয়, তালা খূলেলে  আমাদের প্রাণে মেরে ফেলবে যার কারণে আমি পালিয়ে জীবন যাপন করছি| তিনি আরও বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে আরম্ব করে লোকেল প্রশাসনের সর্ব স্তরের নিকট এই নির্যাতনের বিচার চেয়ে ব্যথ হয়েছি। "

বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এর চেয়ারম্যান অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ ও তার মানবাধিকার প্রতিনিধিদল গত ১৭ ই মার্চ,২০ সরজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করেন| এলেকার সর্ব স্তরের লো্কদের সঙ্গে কথা বলেন, উপজেলা চেয়ারম্যান তালেব এবং তার পুত্র,৭ নং বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসানের সঙ্গে মত বিনিময় করেন।
তদন্তকালে বাউফলে সংসদ সদস্য আঃসঃমঃ ফিরোজ কে অবগত করিলে তিনি বিষয়টিকে গুরুত্ব শয়তিকে,উল্টো গোপাল কর্মকার এর সাথে উগ্র মেজাজ এ কথা বলেছেন। BDMW এর প্রতিনিধি দল গোপনে এবং প্রকাশে নিরপেক্ষ লোকজনের সঙ্গে এই বাপারে মত বিনিময় করেছেন, গোপালের পরিবারবর্গ নিয়ে তালা বন্ধ দোকানে গিয়ে দেখা গেল পরিস্তিতি অনুকুল নয় ।

সরেজমিনে গিয়ে জানা যায় গোপাল কর্মকার বর্তমানে বাড়িছাড়া ও এলাকার লোকজন বলছেন গোপাল ভারতে চলে গিয়েছে আসলে এলাকার প্রভাবশালী ,জুলুমবাজ, সন্ত্রাসীদের কারণে প্রাণের ভয়ে ঢাকায় গিয়ে কোন কোম্পানির চাকরি করেন| তারা কান্না বিজড়িত কন্ঠে তাদের অসহায়ত্বের কারন বিধৃত করেন। এম,পি, পুলিশ সুপার, জেলা প্রশাাসক, থানা নির্বাহী অফিসার, ও  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিরব ভুমিকা মনে করে দিচ্ছে ৭১ সালের মুক্তি যুদ্ধের কথা।

বাংলাদেশ মাইনরিটি ওয়াচ উক্ত ক্রিয়া কাণ্ডের তীব্র ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন, অনতি বিলম্বে ক্রিয়া  কাণ্ডের সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করে শাস্তির বাবস্তা করার দাবী জানাচ্ছে। বাংলাদেশ থেকে সংখ্যালঘু উচ্ছেদের প্রক্রিয়া বন্ধ করতে হবে ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷