স্বপ্না ভৌমিকের উদ্যোগে করোনা মোকাবেলায় ডাক্তার ও নার্স, রোগী, অন্যান্য জরুরী সেবার সদস্যদের জন্য চার লাখ পিপিই, পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট
স্বপ্না ভৌমিকের উদ্যোগে করোনা মোকাবেলায় ডাক্তার ও নার্স, রোগী, অন্যান্য জরুরী সেবার সদস্যদের জন্য চার লাখ পিপিই (পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) তৈরীর কাজ শুরু করেছে মার্ক্স অ্যাণ্ড স্পেন্সার।
এই দিদি ভাইয়ের নাম স্বপ্না ভৌমিক. প্রথমেই কৃতজ্ঞতা ও শ্রদ্ধাজ্ঞাপন করছি তাঁর এই মহতী উদ্যোগকে! মার্ক্স অ্যাণ্ড স্পেন্সার, বিশ্ববিখ্যাত ফ্যাশন রিটেইলার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড়, বিশ্বস্ত ও পুরনো ক্রেতা, এই প্রতিষ্ঠানের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে বর্তমানে কর্মরত,
স্বপ্না দিদিভাই এর উদ্যোগে আজ করোনা মোকাবেলায় ডাক্তার ও নার্স, রোগী, অন্যান্য জরুরী সেবার সদস্যদের জন্য চার লাখ পিপিই (পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) তৈরীর কাজ শুরু করেছে মার্ক্স অ্যাণ্ড স্পেন্সার!
সারাদিন চলেছে ফ্যাব্রিকের সন্ধান, বুয়েট এলামনি সহায়তায় হয়েছে নকশা। সন্ধ্যাতেই পাওয়া গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন। পিপিইগুলো বিনামূল্যে বিতরণ করা হবে।
এগুলো বানানো হচ্ছে মার্ক্স অ্যাণ্ড স্পেন্সারের সাথে নিয়মিত কাজ করা গার্মেন্টস ফ্যাক্টরীগুলোতে। ১০-১২ দিনের মধ্যেই চার লাখ তৈরী হয়ে যাবে বলে প্রত্যাশা মার্ক্স অ্যাণ্ড স্পেন্সারের।
স্বপ্নার মা সাধনা ভৌমিক ইহলোক ছেড়ে চলে গেছেন মাত্র ২১ দিন আগে। আজকের এই বিশাল কাজের খবরটি ফেসবুকে ছোট্ট করে জানানোর সময় স্বপ্না দিদিভাই তাঁর মাকে স্মরণ করেছেন।
চলুন আমরা সবাই মিলে রত্নগর্ভা প্রয়াত সাধনা ভৌমিকের চিরশান্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। ভগবানের কাছে তার পরিবারের মঙ্গল কামনা করি।
এই দিদি ভাইয়ের নাম স্বপ্না ভৌমিক. প্রথমেই কৃতজ্ঞতা ও শ্রদ্ধাজ্ঞাপন করছি তাঁর এই মহতী উদ্যোগকে! মার্ক্স অ্যাণ্ড স্পেন্সার, বিশ্ববিখ্যাত ফ্যাশন রিটেইলার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড়, বিশ্বস্ত ও পুরনো ক্রেতা, এই প্রতিষ্ঠানের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে বর্তমানে কর্মরত,
স্বপ্না দিদিভাই এর উদ্যোগে আজ করোনা মোকাবেলায় ডাক্তার ও নার্স, রোগী, অন্যান্য জরুরী সেবার সদস্যদের জন্য চার লাখ পিপিই (পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) তৈরীর কাজ শুরু করেছে মার্ক্স অ্যাণ্ড স্পেন্সার!
সারাদিন চলেছে ফ্যাব্রিকের সন্ধান, বুয়েট এলামনি সহায়তায় হয়েছে নকশা। সন্ধ্যাতেই পাওয়া গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন। পিপিইগুলো বিনামূল্যে বিতরণ করা হবে।
এগুলো বানানো হচ্ছে মার্ক্স অ্যাণ্ড স্পেন্সারের সাথে নিয়মিত কাজ করা গার্মেন্টস ফ্যাক্টরীগুলোতে। ১০-১২ দিনের মধ্যেই চার লাখ তৈরী হয়ে যাবে বলে প্রত্যাশা মার্ক্স অ্যাণ্ড স্পেন্সারের।
স্বপ্নার মা সাধনা ভৌমিক ইহলোক ছেড়ে চলে গেছেন মাত্র ২১ দিন আগে। আজকের এই বিশাল কাজের খবরটি ফেসবুকে ছোট্ট করে জানানোর সময় স্বপ্না দিদিভাই তাঁর মাকে স্মরণ করেছেন।
চলুন আমরা সবাই মিলে রত্নগর্ভা প্রয়াত সাধনা ভৌমিকের চিরশান্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। ভগবানের কাছে তার পরিবারের মঙ্গল কামনা করি।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷