Breaking News

কলেজ পড়ুয়া হিন্দু তরুণী পাপিয়া ঘোষ কে এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ. সনাতন নিউজ২৪.

সনাতন নিউজ২৪.
পাপিয়া ঘোষ নামক এক কলেজ পড়ুয়া হিন্দু তরুণী (২৪) অপহৃত হয়েছে গত ০৫।০২।২০২০ তারিখে ঢাকা শহরের উত্তরা পশ্চিম থানার বাড়ী নং ২০, ১০ নম্বর সেক্টর থেকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য পুলিশ মেয়েটিকে এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি ।
সম্রাট ঘোষ নামক মেয়ের ভাই উত্তরা জোনের পশ্চিম থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনের ৭/৩০ ধারায় মামলা নং ১৬ দায়ের করেছেন। বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ মেয়েটিকে উদ্ধারের জন্য উত্তরা জোনের ডেপুটি পুলিশ কমিশনারকে (নাবিদ কামাল সৈবাল) জানালে তিনি মেয়েটিকে উদ্দারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে BDMW কে জানান । উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা BDMW কে জানান প্রচেষ্টা অব্যাহত আছে, মেয়েটির বান্ধবীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু একনো সটীক ভাবে নির্ধারণ করা যাচ্ছে না।
দরখাস্তকারী সম্রাট ঘোষ উত্তরা পশ্চিম থানায় তার মামাতো বোনকে উদ্দার অভিযান চালাচ্ছেন। তিনি এবং মেয়ের পিতা মাতা পাগল প্রায়। তারা বাংলাদেশ মাইনরিটি ওয়াচ কে কান্না বিজড়িত কন্ঠে কলেজ পড়ুয়া মেয়েটি কি বেঁচে আছে না কি মারা গেছেন এই খবর একনো তারা পাই নি।

বাংলাদেশ মাইনরিটিি ওয়াচ অপহরনের ঘটনার তীব্র নিন্দা করেছেন । অনতি বিলম্বে মেয়েটিকে উদ্ধার করে আসামিদের গ্রেফতার করে আইনানুগ বাবস্তা গ্রহন করার দাবী জানাচ্ছে।

Papiya Ghosh, a college-educated Hindu girl, 24, was abducted from Sector 29, Uttara-West police station of Dhaka's Uttara-West police station on 05.02.2020. But unfortunately, the thana police have not yet been able to rescue the girl.

Samrat Ghosh brother-n-law filed a case No 16 in the Western Police Station of Uttara Zone under section 7/30 of the Women and Child Abuse Act. Many social organisations at Dhaka staged demonstration in the street and demanded immediate rescue of the College girl.

President of Bangladesh Minority Watch Ad Rabindra Ghosh contacted with Md.Nabid Kamal Saibal- Deputy Police Commissioner- West Zone who said police trying to rescue the girl I, also talked with Tapan Chandra Saha, Officer in charge of Uttara West Police Station, told BDMW that efforts were underway, the girl's girlfriends were being questioned, but that could not be determined precisely.

The petitioner, Samrar Ghosh, is conducting a raid on his cousin at Uttara Western police station. He and the daughter's parents are almost crazy. They could not find out whether the girl was alive or died while studying college in a crying voice in Bangladesh Minority Watch.

Bangladesh Minority Watch strongly condemned the abduction. Demanding immediate settlement of the accused by arresting the accused and rescuing the girl.

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷