Breaking News

মুজিব বর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে, শুভেচ্ছা জানালেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের অংশ হিসেবে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে রাজধানীতে আলোর মিছিল করবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। 

শনিবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কাউন্সিলে পুনরায় সংগঠনের মহাসচিব নির্বাচিত হয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এই তথ্য জানান  এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক। তিনি বলেন, হিন্দু মহাজোট মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাবে। দেশের সকল হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মানুষের অধিকার  সুরক্ষায় কাজ করবে।
তবে চলতি মাসের ১৭ তারিখ যেহেতু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী  অনুষ্ঠান শুরু হবে, তাই বাংলাদেশ জাতীয়  হিন্দু মহাজোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ঢাকাসহ সারাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠান বছর ব্যাপী নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে পালন করা হবে। সেই সঙ্গে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে যেহেতু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছেন, তাই তাকে স্বাগত জানিয়ে আলোর মিছিল করা হবে।


২টি মন্তব্য:

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷