Breaking News

মানিকগঞ্জে হিন্দুদের জমি দখল করে বাড়ি নির্মাণ


মানিকগঞ্জের সাটুরিয়ায় এক জেলে পরিবারের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছেন তাঁর প্রতিবেশী। জমি লিখে দিতে দেওয়া হচ্ছে হুমকি-ধমকি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেছেন ভুক্তভোগী।  নদীতে মাছ শিকার করে হাটবাজারে বিক্রি করে ছয় সদস্যের সংসার চলে ভবেশ রাজবংশীর। মাছ বিক্রির আয় থেকে টাকা জমিয়ে স্থানীয় টুলি বিবি রিনার কাছ থেকে ২০০৪ সালে সাড়ে ৭ শতাংশ জমি কেনেন তিনি। পরে নিজের নামে ৫ শতাংশ ও স্ত্রী রাশমনি রাজবংশীর নামে আড়াই শতাংশ জমি নামজারি করেন। সেই জমির অর্ধেকের বেশি জবরদখল করে নিয়েছেন প্রতিবেশী হোসেন আলী। ভবেশের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম ইউনিয়নের জেলেপাড়ায়। ওই জমি উদ্ধারের জন্য গত রোববার সাটুরিয়ার ইউএনওর কার্যালয়ে হোসেন আলীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। জানা গেছে, হোসেন আলী ভবেশের সাড়ে ৭ শতাংশ জমির মধ্যে ৪ শতাংশ দখল করে নিয়েছেন। দখলের পর সেখানে তিনটি ঘর তোলেন। এ নিয়ে ইউনিয়ন পরিষদে দু’বার সালিশ হয়। সালিশে চেয়ারম্যানসহ বিচারকরা রায় দেন দখল করা জমি হোসেন আলীকে লিখে দিতে। ভবেশ জমি লিখে না দেওয়ায় তাঁকে বিভিন্ন সময় বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে যেতে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে হোসেন আলীর ভাষ্য, ২০১০ সালে ৩০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে বায়নামূলে টুলি বিবি রিনার কাছ থেকে জমি কেনার জন্য বায়নাপত্র করেন। কিন্তু রিনা রেজিস্ট্রি করে দেননি। বায়নামূলে ওই জমি দখল নিয়েছেন। রেজিস্ট্রি ছাড়া জমি দখল নেওয়া যায় কিনা জানতে চাইলে হোসেন আলী বলেন, তাঁর কাছে জমি বিক্রি করে রিনা তাঁকে না দিয়ে অন্যর কাছে জমি বিক্রি করে দিয়েছেন। এ জন্য দখল করেছেন। ভবেশ রাজবংশী জানান, তিনি দরিদ্র জেলে। নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালান। তাঁর মতো দরিদ্র মানুষের জমিও প্রায়  ১৩ বছর ধরে দখল করে আছেন হোসেন আলী।  এ নিয়ে তিনি স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের দ্বারস্থ হলে বিচারকরা তাঁর জমি তাঁকে বুঝিয়ে না দিয়ে হোসেন আলীকে লিখে দিতে বলেন। জমি লিখে না দেওয়ায় হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে। তিনি পরিবার নিয়ে উৎকণ্ঠায় আছেন। সাটুরিয়ার দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীনূর বকস রতন বিচার করার কথা স্বীকার করে বলেন, মানবিক কারণেই ভবেশকে ৩ শতাংশ জমি হোসেন আলীকে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। তাঁকে জোরজুলুম করা হয়।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷