Breaking News

হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা সংখ্যালঘু মন্ত্রণালয় এর দাবি গোবিন্দ চন্দ্র প্রামাণিকের।

সনাতন নিউজ২৪.  
বাংলাদেশর হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতা ও নির্যাতন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচনী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের একান্ত সাক্ষাৎকারে দাবি করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। দেশে সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর উপর নির্যাতন-নিপীড়ন জমি দখল, হত্যা, হত্যার চেষ্টা, দেশত্যাগে বাদ্য করাসহ নানা ঘটনা কারণে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবি করেন। তিনি মনে করেন যুগ যুগ ধরে সংখ্যালঘুরা এদেশে জুলুম অত্যাচার এর শিকার হচ্ছে। যদি আলাদা মন্ত্রণালয় হয় তাহলে হিন্দুরা সুরক্ষিত ভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে বসবাস করতে পারবেন। তাই বঙ্গবন্ধুর কন্যা দেশনেত্রী শেখ হাসিনার প্রতি তিনি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে আকুল আবেদন জানিয়েছেন যে অতি দ্রুত সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় হয়।

তিনি আরো বলেন, করোনাভাইরাস এর এই দুর্যোগের সময় সারা পৃথিবীর মতো বাংলাদেশেও দুর্যোগ চলছে। করানা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সহকারী হিসেবে দেড় লাখ হলো তা বাস্তবে তার কয়েকগুণ বলে মনে করেন। করোনাভাইরাস শুরু থেকেই দেশের ৪৭ টি জেলায় মাক্স হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ ভাইরাস প্রতিরোধে স্কুল-কলেজ, মন্দির, গির্জা, মসজিদ-মাদ্রাসা সহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে বিতরণ করেন তার মাধ্যমে। তাছাড়া তার নিজ এলাকা রাজবাড়ী জেলার বিভিন্ন অসহায় হতদরিদ্র হিন্দু মুসলিম ও অন্যান্য ধর্মের মানুষকে ত্রাণ বিতরণ করেন। এছাড়া মুজিব বর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার আহবানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন এবং প্রায় কয়েক হাজার বৃক্ষ রোপন করেন। পরিশেষে তিনি মুসলিম ধর্মের দেশের সকল মানুষকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।




শেরার করুন   

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷