চাঁদপুরের কচুয়ায় মাটি কাটা কেন্দ্র করে হিন্দুদের উপর হামলা-সনাতন নিউজ২৪.
সনাতন নিউজ২৪.
চাঁদপুরের কচুয়া উপজেলার তুলাপাই গ্রামের জমির মাটি কাটা কন্দ্রে করে হিন্দুর উপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে উপজেলার দারাশাহী তুলপাই পালবাড়ীতে এই ঘটনা ঘটে।
জানাগেছে উপজেলার তুলাপাই গ্রামের বোবারক হোসেনের ছেলে মো.গোলাপ শাহের সাথে দীর্ঘ দিন ধরে যায়গা জমিন নিয়ে একই এলাকার মনোরঞ্জন পরিবার সাথে বিরোধ চলে আসছে। শনিবার সকালে গোলাপ শাহ নির্দেশে শ্রমিকরা জমির মাটি কাটা শুরু করলে হিন্দু পরিবার লোকজনেরা মাটি কাটা বাধা দিলে মনোরঞ্জন (৫৫) ও তাঁর স্ত্রী অঞ্জলি রানী (৫০)কে হামলা করেন মাটি কাটা শ্রমিকরা।
পরে আহতদের কে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান, বর্তমানে আষ্কা অবস্থা অঞ্জলি রানী রয়েছেন। আহত মনোরঞ্জন বলেন, আমাদের হিন্দু পবিার সাথে র্দীঘ ধরে একই এলাকার মো.গোলাপ শাহ সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এই বিরোধ নিয়ে স্থানীয় ভাবে কয়েক বার সালিশ বৈঠক বসলে সে সমাধানে আসেননি।
গতকাল শনিবার সকালে গোলাপ শাহ আমাদের জমিতে মাটি কাটতে আসলে আমরা বাধা দিলে আমাদের উপর তাঁর শ্রমিক দিয়ে এই হামলা চালিয়েছে।
শেরার করুন..
চাঁদপুরের কচুয়া উপজেলার তুলাপাই গ্রামের জমির মাটি কাটা কন্দ্রে করে হিন্দুর উপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে উপজেলার দারাশাহী তুলপাই পালবাড়ীতে এই ঘটনা ঘটে।
জানাগেছে উপজেলার তুলাপাই গ্রামের বোবারক হোসেনের ছেলে মো.গোলাপ শাহের সাথে দীর্ঘ দিন ধরে যায়গা জমিন নিয়ে একই এলাকার মনোরঞ্জন পরিবার সাথে বিরোধ চলে আসছে। শনিবার সকালে গোলাপ শাহ নির্দেশে শ্রমিকরা জমির মাটি কাটা শুরু করলে হিন্দু পরিবার লোকজনেরা মাটি কাটা বাধা দিলে মনোরঞ্জন (৫৫) ও তাঁর স্ত্রী অঞ্জলি রানী (৫০)কে হামলা করেন মাটি কাটা শ্রমিকরা।
পরে আহতদের কে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান, বর্তমানে আষ্কা অবস্থা অঞ্জলি রানী রয়েছেন। আহত মনোরঞ্জন বলেন, আমাদের হিন্দু পবিার সাথে র্দীঘ ধরে একই এলাকার মো.গোলাপ শাহ সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এই বিরোধ নিয়ে স্থানীয় ভাবে কয়েক বার সালিশ বৈঠক বসলে সে সমাধানে আসেননি।
গতকাল শনিবার সকালে গোলাপ শাহ আমাদের জমিতে মাটি কাটতে আসলে আমরা বাধা দিলে আমাদের উপর তাঁর শ্রমিক দিয়ে এই হামলা চালিয়েছে।
শেরার করুন..
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷