Breaking News

সাবেক নারী ভাইস চেয়ারম্যান রমা রানী মজুমদার শোভাকে মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করলো প্রতিবেশী ইসমাইল

সনাতন নিউজ২৪.  
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ৫৫ বছর বয়সী রমা রানী মজুমদার শোভাকে মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী ইসমাইল হাওলাদার নামে এক মাদকব্যবসায়ী । রমা রানী মজুমদার এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ন্যাক্কারজনক এই ঘটনাটি গত ২রা জুলাই রাত নয়টার দিকে মঠবাড়িয়া শহরের দক্ষিণ বন্দর-সুইজগেট এলাকার। রমা রানী মজুমদার নিজ গৃহে এই নৃশংস হামলার শিকার হন। উনার মাথায় ৬টি স্থানে ধারালো অস্ত্রের কোপে ক্ষত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, মঠবাড়িয়া শহরের দক্ষিণবন্দর সুইজগেট মহল্লার বাসিন্দা  উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান রমা রানী মজুমদার শোভার সাথে প্রতিবেশী রতন হাওলাদারের ছেলে ইসমাইল হাওলাদারের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। প্রতিপক্ষ ইসমাইল মাদক কেনা বেচা ও সেবনে জড়িত হওয়ার পর পুলিশ তাকে ও পরিবারের সদস্যদের কয়েকদফা গ্রেফতারও করে। সম্প্রতি মাদক মামলায় কয়েকদিন আগে জেল থেকে জামিনে মুক্ত হয়ে ইসমাইল বাড়িতে আসে। ২রা জুলাই বৃহস্পতিবার রাত নয়টার দিকে রান্নাঘরে রমা রানী রান্না নিয়ে ব্যস্ত ছিলেন, এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ইসমাইল ধারালো অস্ত্র দিয়ে রমা রানীকে এলোপাথাড়ি কোপানো শুরু করে। পরে রমা রানীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারী ইসমাইল পালিয়ে যায়। সেখান থেকে আহত অবস্থায় প্রতিবেশীরা রমা রানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো: মাসুদুজ্জামান মিলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ মাইনরিটি ওয়াচকে জানিয়েছেন, আহত রমা রানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পর দুই আসামীর বিরুদ্ধে গত ০৫।০৭।২০ তারিখে বাংলাদেশ  দণ্ডবিধি আইনের ৪৪৭/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/৩৭৯/১১৪ ধারায় মামলা রুজু হয়েছে। তবে এখনো পর্যন্ত আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বাংলাদেশ মাইনরিটি ওয়াচের  প্রেসিডেন্ট শ্রদ্ধেয় রবীন্দ্র ঘোষ দাদাকে আহত রমা রানী কান্না বিজড়িত কণ্ঠে জানিয়েছেন, " "আমি এই এলাকার ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলাম , আমি এলেকায় শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য , মাদক নিরোধের জন্য চেষ্টা করলে মাদক বাবসায়ী হামলাকারীরা আমার উপর ছড়াও হয় এবং আমাকে আক্রমন করে মেরে ফেলার চেষ্টা করে , আমি আপনার আইনি সহযোগিতা কামনা করি। "
একজন সাবেক জনপ্রতিনিধির উপর এধরণের অমানবিক এবং নৃশংস হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করছি সেইসাথে দ্রুততম সময়ে মূল হামলাকারী ইসমাইল সহ অপরাপর জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সনাতন নিউজ২৪.
৯ই জুলাই ২০২০ ইং

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷