Breaking News

সারা দেশে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের গাছ লাগানোর কর্মসূচি শুরু হয়েছিল |

সনাতন নিউজ২৪.  
 লালবাগ শ্মশানে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করে এই উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করাহয়।
১০ জুলাই ২০২০ রোজ শুক্রবার সকাল ১০.৩০ঘটিকায়

এই কৃক্ষরোপন কর্মসূচি আগামি ১৬ জুলাই ২০২০ বৃহস্পতি বার পর্যন্ত চলবে ।তাই বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর সকল অঙ্গ সংগঠন সহ জেলা উপজেলা ইউনিয়ন কমিটি এর সকলকে এই বৃক্ষ রোপন কর্মসূচি কে নিজ নিজ এলাকায় পালন করতে কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশ দেওয়া হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট এর সভাপতি অ্যাডঃ বিধান বিহারী গোস্বামী, বরিষ্ঠ সহ সভাপতি প্রদীপ পাল, মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, ২৪ নং ওয়র্ড কাউন্সিলর মোকাদ্দেন হোসেন জাহিদ, ক্রীড়া সম্পাদক এস কে দাস বিজয়, সহ সম্পাদক রতন চৌহান, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট এর আহ্বায়ক শ্যামল ঘোষ, হিন্দু যুব মহাজোট এর আহ্বায়ক কিশোর বর্মন, হিন্দু ছাত্র মহাজোট এর সভাপতি সাজেন কৃষ্ণ বল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ,
লালবাগ থানা হিন্দু মহাজোট এর সভাপতি হরেকৃষ্ণ দাশ, সাধারন সম্পাদক সুমন দাশ,ধীরেন চন্দ্র দাস, শ্মশান এর সরকারি মোহর শ্রী কার্তীক চন্দ্র সর্মা , শ্রী রামকৃষ্ণ ,শ্রী হরি আনন্দ দাশ,রাজকাপুর ডোম, নয়ন ডোম,সোহেল লাল ডোম সহ ঢাকা মহানগর হিন্দু মহাজোট নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷