Breaking News

নালিতাবাড়ীতে র‍্যাব-১৪'র অভিযানে সরকারি ভিজিএফের চালসহ ১ জন আটক।

সনাতন নিউজ২৪.  
শেরপুরের নালিতাবাড়ীতে র‍্যাব-১৪ অভিযান চালিয়ে ভিজিএফের ১৬৩ বস্তা চালসহ ছাইদুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছেন।
২৩ জুলাই বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে এগারোটায় পৌরসভার কাচারীপাড়া মহল্লায় র‍্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে  ভিজিএফের এই ১৬৩ বস্তা চাল  উদ্ধার করেন। আটককৃত ছাইদুল ইসলাম সাবেক ইউপি সদস্য বাছির উদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ জামালপুর ইউনিটের এএসপি এম.এম সবুজ রানার নেতৃত্বে  পৌর শহরের উত্তর বাজার কাচারীপাড়ার একটি গুদামঘরে সংরক্ষিত থাকা সরকারি ভিজিএফের ১৬৩ বস্তা চাল উদ্ধার করে গোদামঘরটি সীলগালা করেন। এ সময় মোঃ ছাইদুল ইসলাম (৪৮) কে র‍্যাব হাতেনাতে আটক করে । র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ইউনুছ আলী এন্নো (৫৫) ও হাদিউল ইসলাম (৪৫) পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান কে সাথে নিয়ে র‍্যাব প্রায় দেড় ঘন্টা অভিযান পরিচালনা করেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ইউনিয়ন থেকে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ভিজিএফের চাল ক্রয়  করে আসছিলো।র‍্যাবের ডিএডি আনোয়ার হোসেন জানান, র‍্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকে অস্ত্র উদ্ধার,ভেজাল বিরোধী, মাদক বিরোধীসহ বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় এই অভিযান নালিতাবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা  আরিফুর রহমান জানান, অভিযানে ১ জনকে আটক করে গুদামঘরটি সীলগালা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷