Breaking News

প্রভাবশালীর কাছে জমি বিক্রি না করায় ঝালকাঠির একটি ঋষি পরিবারকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ

সনাতন নিউজ২৪.  
ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি গ্রামের এক অসহায় ঋষি ( মুচি) পরিবারের ৩ কাঠা জমি থেকে উচ্ছেদ করতে ঘরে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এ পরিবারটিকে তাদের জমি থেকে সরিয়ে দিতে এহেন অপকর্ম চালিয়ে যাচ্ছে।
ঝালকাঠি সদর থানার ওসি মো: খলিলুর রহমান জানান, সোমবার দুপুর ১২টা দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামের রবীন দাসের বাড়িতে গোপন সংবাদে পুলিশ অভিযান চালায়। এসময় রবীন দাসের (৪৫) ঘরের সামনের বারান্দার আড়ায় লুকানো অবস্থায় ১১পিস ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় রবীন দাসকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
রবীন দাসের ছোট বোন সবিতা দাস (৩০) স্থানীয় ইউনিয়ন পরিষদের বারান্দায় ফুটপাতে মুচির কাজ করে ভাইয়ের সংবারের জীবিকায় সহায়তা করে আসছেন। তিনি ঝালকাঠি জেলার একমাত্র নারী মুচি। তিনি বলেন, আমার ভাই পান-সিগারেটও খায় না। কসাইয়ের কাজ করে সংসার চালায়। আমরা দিন আনি দিন খাই। এসব মাদক ব্যবসার সাথে জড়িত থাকলে এলঅকাবাসি জানত। আমাদের শেষ সম্বল এই জমিটা গ্রাস করতেই একটি প্রভাবশালী মহল ইয়াবার নাটক সাজিয়েছে । অনেক বছর ধরে এই জমি কিনতে চায় তারা। বিভিন্ন সময় আমাদের বাড়ি ঘর ছাড়তেও হুমকী দিয়ে আসছে। ঝালকাঠির জীবন সংগ্রামী এ নারী মুচি সবিতা আরও বলেন, আমরা যদি ইয়াবা বেচতাম তাহলে নারী হয়ে আমাকে ফুটপাতে অন্যের জুতা সেলাই করতে হত না। পৈত্রিক সম্পত্তির মোট ৫ কাঠা জমির ২ কাঠা খালে বিলিন হয়ে গেছে। এখন তিন কাঠা জমিতে ভাঙা ঘরে আমারা থাকি। ঘরের সামনে আমাদের জমিতেই দোকান ঘর উঠিয়ে অন্যরা ভাড়া আদায় করে খায়। আমরা তাতেও বাঁধা দিতে সাহষ পাইনা। এখন শেষ সম্বল জমিটুকো গ্রাস করতেই এই ঘটনা ঘটিয়েছে প্রভাবশালীরা। এব্যপারে সদর থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, এ পরিবারটি যদি ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে সেটা তদন্তে বেড়িয়ে আসবে। পুলিশ সঠিক তদন্ত করবে বলেও জানান ওসি।

দূরযাত্রা রিপোর্ট, ২০ জুলাই,২০২০ঃ




শেরার করুন.


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷