[ সুনামগঞ্জের শাল্লায় হিন্দু গ্রামে হামলা-লুটপাট: এ পর্যন্ত গ্রেফতার ৩০
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হিন্দু বাড়ি-ঘরে হামলার ঘটনার শনিবার দুপুর পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
শাল্লা থানার ওসি নাজমুল হক জানান, স্বাধীন মেম্বার মিলিয়ে এ ঘটনায় এ পর্যন্ত মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শুক্রবার রাতে ৮ জনকে এবং এর আগের দিন বৃহস্পতিবার রাতে ২২ জনকে আটক করেছে পুলিশ। পুলিশী অভিযান অব্যাহত রয়েছেন বলে জানান ওসি।
প্রসঙ্গত, সোমবার (১৫ মার্চ) দিরাইয়ে হেফাজতের একটি সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। এরপর মঙ্গলবার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের গুপেন্দ্র দাষের ছেলে ঝুমন দাস আপনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হেফাজতের নেতা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে ফেসবুকে পোষ্ট দেন। এ নিয়ে এলাকায় প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করে ফেসবুকে পোষ্টদাতা আপন দাসকে মঙ্গলবার রাতেই পুলিশ আটক করেছে। গত বুধবার স্থানীয় জনতা ও হেফাজত সমর্থকরা শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবল্বীদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ব্যাপারে শাল্লা থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷