Breaking News

[বরিশালে শীতলা পূজার স্থান দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ


  সনাতন নিউজ২৪.<> ঢাকা বাংলাদেশ 

     সোমবার, ০১ মার্চ ২০২১,
    •     



বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের বণিক বাড়ির সামনে শীতলা পূজার স্থান দখল করে রাতে আধারে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংখ্যালঘু বণিক সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, বাটাজোর বন্দরের পশ্চিম পাশে বণিক বাড়ির সামনে দেবী শীতলার পূজা করে আসছেন তারা।

গত শনিবার দিবাগত রাতের আধারে বাটাজোর বন্দরের চাল ব্যবসায়ী মৃদুল সরদার সেখানে (পূজার স্থান) দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন। তবে সোমবার বিকালের মধ্যে স্থাপনা সরিয়ে নেয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ি মৃদুল সরদার।

অপরদিকে বাটাজোর ইউনিয়ন পরিষদের সামনে খালের একাংশ দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছেন স্থানীয় শহিদুল ইসলাম। তবে শহিদুল ইসলাম জানিয়েছেন খালের মধ্যে নয় বরং নিজের জমিতে স্থাপনা নির্মাণ করছেন তিনি।

স্থানীয় সচেতন নাগরিকরা জানান, বাটাজোর বন্দরে একাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠলেও তা বন্ধ করার জন্য এগিয়ে আসেনি কেউ। এগুলো এখনই বন্ধ না করা হলে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা তৈরি হওয়ার আশংকা রয়েছে।


নিউজটি শেয়ার করুন 

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷