Breaking News

[সাতক্ষীরায় ঋষি সম্প্রদায়ের ভিটার উপর দিয়ে বেড়িবাঁধ নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি


  সনাতন নিউজ২৪.<> ঢাকা বাংলাদেশ 

     রবিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২১
    •     

বেড়িবাঁধ নির্মাণের নামে ১১টি ঋষি পরিবারকে আশ্রয়হীন করার প্রতিবাদে সংবাদ সস্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সস্মেলন করেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের ও উপজেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক নিমাই সরকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নিমাই সরকার বলেন, গত বছরের ২০ মে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে প্রতাপনগর ইউনিয়নের কপোতাক্ষ নদের কুড়িকাহুনিয়াসহ বিভিন্ন এলাকার ভেড়ীবাঁধ ভেঙে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়। এ সময় ওই এলাকার ১১টি দলিত পরিবারের চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

পরবর্তীতে সরকারি কর্মকর্তারা তাদের বসতভিটা বাইরে রেখে বাঁধ সংস্কারের নকশা তৈরি করেন। কিন্তু সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ওই নকশা উপেক্ষা করে তাদের বসতভিটায় থাকা গাছগাছালি কেটে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করলে তারা বাধা দেন। বাধার মুখে দুদিন বন্ধ রাখলেও গত ২৭ ফেব্র“য়ারি আবারো ওই স্থান দিয়ে বাঁধ নির্মাণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফলে তাদের ১১টি পরিবারের বসবাস হুমকির মুখে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সাধারণ মানুষ এ নিয়ে অনুরোধ করলেও পানি উন্নয়ন বোর্ড তাদের সিদ্ধান্তে অটল রয়েছে।

নিজেদেরকে সমাজের পিছিয়ে পড়া মানুষ হিসেবে উল্লেখ করে নিমাই সরকার বলেন, তারা কোন রকমে দিন মজুরি খেটে পরিবার পরিজন নিয়ে বেঁচে আছে। এই ভিটা ছাড়া তাদের মাথা গোঁজার কোন ঠাঁই নেই। বসত ভিটার উপর দিয়ে বেড়ি বাঁধ তৈরি করলে তাদের আশ্রয়হীন হয়ে রাস্তার উপর বসবাস করতে হবে। তাই তাদেরকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তকেপ কামনা করেন।

সংবাদ সস্মেলন শেষে প্রেসক্লাবের সামনে এব্যাপারে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, কৃষ্ণ মোহন ব্যানার্জী, গোপাল কুমার মন্ডল ও ধীমান সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন 

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷