Breaking News

জামালপুর সরিষাবাড়ীতে স্বরসতী পূজা মণ্ডপে হামলা, আহত ১৫


 সনাতন নিউজ২৪.<> ঢাকা বাংলাদেশ 

     বুধবার , ১৭ ফেব্রুয়ারি ২০২১
    •     

জামালপুরের সরিষাবাড়ীতে স্বরসতী পূজা চলাকালে মণ্ডপে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সরিষাবাড়ী পৌরসভার ইস্পাহানি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় মণ্ডপ কমিটির সভাপতিসহ অন্তত ১৫জন মারধরের শিকার হন। এতে প্রতিমা ভাঙচুর না হলেও মণ্ডপের মঞ্চ তছনছ করা হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় দুই শতাধিক সনাতনধর্মী বিক্ষোভ মিছিল নিয়ে থানা রোড ও বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে।

পূজা কমিটির সভাপতি সুকুমার ঘোষ অভিযোগ করেন, ‘মঙ্গলবার ইস্পাহানি আবাসিক এলাকায় স্বরসতী পূজার আয়োজন করা হয়। রাত ১০টার দিকে পূজা মণ্ডপে ভক্তরা পূজা-অর্চনা ও নাচ-গান করা অবস্থায় বাসস্ট্যাণ্ড এলাকা থেকে ফারুক ড্রাইভার ও নান্টু ড্রাইভারের নেতৃত্বে ১০-১৫জনের একটি গ্রুপ নেশা করে এসে লাঠিসোঠা নিয়ে মণ্ডপে হামলা চালায়। হামলাকারীরা অতর্কিত নারী-পুরুষদের মারধর শুরু করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর করা হয়। তারা আমাদের পূজা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়।’

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ত্রাসী হামলায় পূজা কমিটির সভাপতি সুকুমার ঘোষ, শুভ চন্দ্র গৌড়, বিজয় চন্দ্র গৌড়, কৃষ্ণ বর্মন, লাভলী চন্দ্র গৌড়, মায়া রানী গৌড়, অঞ্জনা চৌহান, গীতা, শান্তি, রঞ্জন, রঞ্জু, বেজাসহ অন্তত ১৫জনকে মারধর করা হয়। এ ঘটনায় প্রতিমা ভাঙচুর না হলেও মণ্ডপের মঞ্চের ফুলসহ অন্যান্য কিছু তছনছ করা হয়। ঘটনার পরপরই দুই শতাধিক সংখ্যালঘু বিচারের দাবিতে থানা গেট ও বাসস্ট্যাণ্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে বিচারের আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।



         নিউজটি শেয়ার করুন


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷