মোদির সফরের প্রতীক্ষায় বাংলাদেশের জনগণ'
সনাতন নিউজ২৪.<> ঢাকা বাংলাদেশ
অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারি, ২০২১ ০৯:৪১
আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের জন্য বাংলাদেশ সরকার ও জনগণ প্রতীক্ষায় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বৈঠকে তারা দুই দেশের অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানে জোর দেন।
বৈঠকে করোনার টিকা দ্রুত পাওয়ায় ড. জয়শঙ্করকে ধন্যবাদ জানান মাসুদ বিন মোমেন। একই সঙ্গে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী একযোগে পালনের বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন চারদিনের সফরে বৃহস্পতিবার সকালে দিল্লি গেছেন। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর চূড়ান্ত করা এবারের দিল্লি সফরে প্রাধান্য পাচ্ছে।
আজ শুক্রবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ও ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে এ বৈঠকে অভিন্ন নদ-নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা, যোগাযোগ ও বাণিজ্যের মতো দ্বিপক্ষীয় ইস্যুগুলো প্রাধান্য পাবে।
জানা গেছে, আজকের বৈঠকে পররাষ্ট্রসচিবরা দু’দেশের আসন্ন প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের অ্যাজেন্ডা নির্ধারণে আলোচনা করবেন। আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য ঢাকা সফরের সময় দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মার্চ মাসে ঢাকা সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ গ্রহণ করেন।
শেরার করুণ..
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷