বাংলাদেশের ধর্ম পালনে সকলেই স্বাধীন : প্রধান বিচারপতি
সনাতন নিউজ২৪.<> ঢাকা বাংলাদেশ
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘দেশে ধর্ম পালনে সবাই স্বাধীন। ধর্ম আমাদের উদারতা ও মানবতার শিক্ষা দেয়। আমরা ধর্ম পালনে সকলেই স্বাধীন। তাইতো সব ধর্মের মিলিত সংস্কৃতিই বাঙালীর সংস্কৃতি।’ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে স্বরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতি বছরের মতো এবারো সর্বোচ্চ আদালতে সরস্বতী পূজার আয়োজন করা হয়। বক্তব্য শেষে সুপ্রিম কোর্ট বারের পূজামণ্ডপ পরিদর্শনে যান প্রধান বিচারপতি। এ সময় আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মো. ফজলুর রহমান প্রমুখ।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷