প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ ও হিন্দু কল্যান ট্রাস্টকে ফাউন্ডেশনের দাবি মনোরঞ্জন শীল গোপালের
সনাতন নিউজ২৪.<> ঢাকা বাংলাদেশ
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
দিনাজপুরের চিরিবন্দরে পরপর কয়েকটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনার সাঙ্গে জড়িত ও উস্কানিদাতাদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন দিনাজপুর ১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য বাবু মনোরঞ্জন শীল গোপাল।
আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
সাংসদ মনোরঞ্জন শীল গোপাল আরও বলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে কার্যক্রম চালাতে আরও লোকবল বাড়াতে হবে। এই কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করার দাবি জানাচ্ছি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে সাংসদ মনোরঞ্জন শীল গোপাল প্রতিমা ভাঙচুরের বিস্তারিত তুলে ধরে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দিনাজপুরের চিবুক মন্দিরের মুর্তি ভাঙচুরের ঘটনার সাঙ্গে জড়িত ও উস্কানিদাতাদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, গত ৩০ জানুয়ারি দিনাজপুরের চিবুক মন্দিরের কয়েকটি মুর্তি ভাঙচুর করা হয়েছে। যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে এদেরকে উস্কে দিয়েছে। এই সাম্প্রদায়িক ধর্মান্ধদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা নিতে হবে।
শেরার করুণ....
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷