Breaking News

ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে: মেজর জিয়াসহ ৫ জনের মৃত্যুদণ্ড



  সনাতন নিউজ২৪.<> ঢাকা বাংলাদেশ 

     মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি ২০২১
    •     

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় পাঁচজনের মৃত্যু দিয়েছেন আদালদত। রায়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে ৫ জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। গত ৪ ফেব্রুয়ারি আদালত রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ধার্য করেন।

মঙ্গলবার রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান। রায়ে শফিউর রহমান ফারাবির যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।রায় ঘোষণার আগে কাশিমপুর কারাগারে থাকা চার আসামিকে আদালতে হাজির করা হয়। এ মামলার দুই আসামি পলাতক রয়েছেন।

দণ্ডিতরা হলেন-মেজর (চাকরিচ্যুত) সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়া, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন (সাংগঠনিক নাম শাহরিয়ার), আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, আকরাম হোসেন ওরফে আবির, আরাফাত রহমান।অভিজিৎ রায়কে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে।


          নিউজটি শেয়ার করুন


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷