[১এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র কুম্ভমেলা
সনাতন নিউজ২৪.<> ঢাকা বাংলাদেশ
আগামী ১ এপ্রিল থেকে হরিদ্বারে শুরু হতে যাচ্ছে পবিত্র কুম্ভমেলা। তবে করোনা আবহের কথা মাথায় রেখে এই বছর মেলার সময়সীমা ২৮ দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, করোনা নিয়ে কেন্দ্র যে গাইডলাইন বানিয়ে দিয়েছে তা ভক্তদের কঠোরভাবে অনুসরণ করতে হবে। ইতিমধ্যেই উত্তরাখণ্ড প্রশাসন মেলায় রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছে। রেজিস্ট্রেশনের জন্য মেলায় প্রবেশের আগে ৭২ ঘণ্টার মধ্যে কোভিড নেগেটিভ রিপোর্ট তাদের পোর্টালে নথিভুক্ত করা বাধ্যতামূলক। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানান তিনি।
এর আগে কুম্ভমেলা চলত চার মাস ধরে। কিন্তু এই প্রথম করোনার কারণে কেবল ২৮ দিনের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। এই ২৮ দিনে ৩ টি শাহী স্নানের দিন রয়েছে। তারমধ্যে রয়েছে ১২ এপ্রিল সোমবতী অমাবস্যা, ১৪ এপ্রিল পয়লা বৈশাখ ও ২৭ এপ্রিল পূর্ণিমার দিন।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷