[বরিশালের সুগন্ধা শক্তি পীঠ পরিদর্শন করবেন নরেন্দ্র মোদি
সনাতন নিউজ২৪.<> ঢাকা বাংলাদেশ
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরের সুগন্ধা শক্তি পীঠ (উগ্র তারা মন্দির) পরিদর্শন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী মার্চে মোদি এই তীর্থ স্থান পরিদর্শনে যেতে পারেন।
বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উজিরপুরের সুগন্ধা শক্তি পীঠ পরিদর্শন করবেন। তবে কোন তারিখে আসবেন তা এখনো জানা যায়নি। নরেন্দ্র মোদির পরিদর্শনে আসা উপলক্ষে ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল সুগন্ধা শক্তি পীঠ ঘুরে গেছেন।
উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস বলেন, বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল শুক্রবার সুগন্ধা শক্তি পীঠ পরিদর্শন করেন। সহকারি হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল সুগন্ধা শক্তি পীঠ পরিদর্শন করেন।
উল্লেখ্য, উপমহাদেশের ৫১টি সতী পীঠের অন্যতম শিকারপুরের সুগন্ধা শক্তি পীঠ বা উগ্র তারা মন্দির। এ মন্দির হিন্দু ধর্মালম্বীদের অন্যতম তীর্থ স্থান।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷