সংখ্যালঘু মন্ত্রনালয় ও সুরক্ষা আইন চান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট
সনাতন নিউজ২৪.<> ঢাকা বাংলাদেশ
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১,
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সংখ্যালঘু মন্ত্রনালয় ও সুরক্ষা আইন সংসদের পাশ করার জন্য দাবি জানিয়েছেন। এই দাবি বাস্তবায়ন করার করার জন্য সংগঠনটি সারা দেশে কর্মসূচি পালন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা আলোচনা সভা ২৯ জানুয়ারী সংগঠনের চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিতের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ দত্ত নান্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা: সুকুমার নন্দী। সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র নেতা রাজনীতিবিদ দীপক পালিত।
বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক রুপন ধর, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজল মজুমদার, সমন্বয়কারী অলক রায়, সুমন কর্মকার, হিন্দু মহাজোট নেতা লিটন মজকুরী, উত্তম চক্রবর্তী, সুপর্না আচার্য্য, যুগ্ম সম্পাদক স্বপন ভট্টাচার্য্য, উৎপল চৌধুরী, হিন্দু যুব মহাজোট নেতা প্রান্ত দাশ নয়ন, রাজন দেবনাথ, এড. রুবেল দাশ, এড. বাঁধন দাশ, প্রদীপ দাশ, প্রদীপ নাথ, বিজয় ত্রিপুরা ও কাঞ্চন বোস প্রমুখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ সমঅধিকার সমমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং পৃথক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জাতীয় সংসদে ৬০টি আসন ব্যবস্থা পুন:রায় প্রবর্তনসহ সাত দফা দাবি জানান। সভায় বক্তারা সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও মঠ-মন্দির ভাংচুর ও হামলা বন্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানান।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷