Breaking News

মন্দিরের জমি দখল করে স্কুলঘর নির্মাণের অভিযোগ


 সনাতন নিউজ২৪.<> ঢাকা বাংলাদেশ 
      মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারী, ২০২১,
    •   

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামে রামকৃষ্ণ দেব মন্দির ও সেবাশ্রমের জমি দখল করে স্কুলের পাকাঘর নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। মন্দির ও সেবাশ্রমের ৪৯ শতক জমির মধ্যে ২৫ শতক জমি দখল করে পাইকপাড়া ইউনিয়ন হাইস্কুলের অডিটরিয়াম ভবন নির্মাণ করা হচ্ছে। স্কুলে অনেক জায়গা থাকা সত্ত্বেও রামকৃষ্ণ দেব মন্দিরের সামনের জমি দখল করায় মন্দিরে ধর্মচর্চা বন্ধ হয়ে গেছে।

গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে রামকৃষ্ণ দেব মন্দির ও সেবাশ্রমের সভাপতি সুনীল চন্দ্র মণ্ডল এসব অভিযোগ করেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, গত ২৫ বছর ধরে তিনি মন্দিরটি পরিচালনা করছেন। কিছুদিন পূর্বে এলাকার প্রভাবশালী গ্রুপ বহু বছরের পুরাতন আশ্রম ঘরটি ভেঙে ফেলে। তারা সেখানে স্কুলের জন্য অডিটরিয়াম ভবন নির্মাণ করবে। কিন্তু ঐ স্কুলে অডিটরিয়াম ভবন নির্মাণ করার যথেষ্ট পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মন্দিরের জমি দখল করে।

এ ঘটনার প্রতিবাদ করলে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হবে বলে ঐ চক্রটি হুমকি দিচ্ছে। এ অবস্থায় মন্দিরের জমি দখলমুক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সুদৃষ্টি কামনা করেছেন।. 

                নিউজটি শেয়ার করুন



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷