Breaking News

[ সহায়তা পেল সুনামগঞ্জ শাল্লার ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারগুলো


ছবি : সংগৃহিত



সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় অধ্যুষিত গ্রাম নোয়াগাঁওয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩ লাখ ২৫ হাজার টাকা,  ৩২ বান্ডিল টিন এবং ৭ টন চাল তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার দুপরে ঘটনাস্থলে গিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ এই সহায়তা সামগ্রী তুলে দেন। এ সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ডিআইজি মফিজ উদ্দিন বলেন, হামলার ঘটনায় দেড় হাজারেরও বেশি আসামি করে দুটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় এনে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে।

সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে যারা এমন ঘটনা ঘটিয়েছে, ভাবতে হবে কারা এমন শত্রু। তাদের যে পরিচয়ই থাকুক না কোনো ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, হেফাজতে ইসলামীর নেতা মাওলানা মামুনুল হককে ফেইসবুকে কটাক্ষ করার অভিযোগ তুলে তার সমর্থকরা সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তবে কেউ হতাহত হননি।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷