[কিশোরগঞ্জের কটিয়াদী গোপিনাথ মন্দির থেকে মুর্তি চুরি
সনাতন নিউজ২৪.<> ঢাকা বাংলাদেশ
কিশোরগঞ্জের কটিয়াদীতে আচমিতা ইউনিয়নের ভোগবেতাল গোপিনাথ মন্দির থেকে দুটি গোপাল মুর্তি, দুইটি বাঁশি ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ মার্চ) ভোররাতে চোরচক্র মন্দিরের তালা ভেঙে ভিতরে রক্ষিত মুর্তি, বাঁশি ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
জানা যায়, শুক্রবার (৫ মার্চ) সকালে পূজা দিতে গিয়ে মন্দিরের সেবায়েত তালা ভাঙ্গা দেখে মন্দির কমিটির সাধারণ সম্পাদককে বিষয়টি জানান।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দিলিপ সাহা বলেন, সংবাদ পেয়ে মন্দিরে ছুটে যাই। দুর্বৃত্তরা মন্দিরে রক্ষিত পিতলের ২টি গোপাল মুর্তি, একটি স্বর্ণ ও একটি রূপার বাঁশি এবং একটি স্বর্ণের চুড়া নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা হবে।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি এস,এম শাহাদাত হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অনুসন্ধান ও দুর্বত্তদের গ্রেপ্তার অভিযান চলছে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷