Breaking News

বোয়ালখালীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নবনির্বাচিতদের, সঙ্গে তথ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের ৩০ লাখ মানুষের রক্তস্রোতের বিনিময়ে আমরা গড়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই আমাদের এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
তিনি বলেন, আমরা যে আন্তঃসম্প্রদায় সম্প্রীতির নজির স্থাপন করেছি, তা বিশ্বের দেশগুলোর কাছে এক অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমাদের সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক। সবাই মিলে আমরা এগিয়ে যাই স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে।বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর বাসভবনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বোয়ালখালী উপজেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাতে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বোয়ালখালী উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি পলাশ মল্লিক, সাধারণ সম্পাদক সুমন দে, জুয়েল দাশ প্রকাশ দাশ প্রমূখ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷