Breaking News

ইসকন মন্দিরে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃটিশ প্রধানমন্ত্রী

ইসকন মন্দিরে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
বৃটিশ প্রধানমন্ত্রী
বরিস জনসন যুক্তরাজ্যেয়ে ভক্তিবেদান্ত মেনর মন্দির পরিদর্শনে যান এই সময় তিনি ইসকনের বিভিন্ন কার্যকমের প্রশংসা করেন।


যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মি.বরিস জনসন লন্ডনের ভক্তিবেদান্ত মেনর পরিদর্শন করেন এবং ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদকে পুস্পমাল্য প্রদান করেন। বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন তার এই বাড়ীটি ( বর্তমানে ভক্তিবেদান্ত মেনর) ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদকে কৃষ্ণভাবনামৃত প্রচারের জন্য দান করেন এবং তিনি নিজে বৈষ্ণব ধর্ম গ্রহন করেন। পৃথিবীর বহু সুনামধন্য ব্যক্তি, জ্ঞানী-গুনী ব্যক্তি কৃষ্ণভাবনামৃত গ্রহন করে দুর্লভ মনুষ্য জনমের সদব্যবহার করে অন্তিমে কৃষ্ণকৃপা লাভ করেন।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷