ঢাকার দুই সিটিতে ভোটের তারিখের পরিবর্তন চায় হিন্দু পরিষদ
ঢাকার দুই সিটিতে ভোটের তারিখের পরিবর্তন চায় হিন্দু পরিষদ
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজার দিনে নির্বাচনের কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটির ভোটের দিন হওয়ায় ভোটের তারিখের পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ।বুধবার সংগঠনটির সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র স্বাক্ষরিত এক চিঠিতে এই দাবি জানায় সংগঠনটি।
চিঠিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যেকেই নিজ নিজ বাড়ির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লায় এই পূজা উদ্যাপন করা হয়ে থাকে। ৩০ জানুয়ারি ভোট গ্রহণ হলে বৃহৎ একটি অংশের ভোট গ্রহণে কিংবা পূজা পালনে বিঘ্ন ঘটবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র দেশ রূপান্তরকে বলেন, আমাদের সরস্বতী পূজার দিন নির্বাচন। ঢাকা সিটির বিভিন্ন স্কুল কলেজে পূজা হবে। বিষয়টি নিয়ে আসলে আমরা বিব্রত।
আওয়ামী লীগ, বিএনপিসহ জাতীয় পার্টিকে এই চিঠি দিয়েছি উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নিশ্চিত করেছে যে, বিষয়টি নিয়ে তারা ইসিতে চিঠি দেবে।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷