Breaking News

আদালতের রায় পেয়েও পৈতৃক সম্পত্তির দখল বুঝে পাচ্ছেন না দিলীপ রায়


আদালতের রায় পেয়েও পৈতৃক সম্পত্তির দখল বুঝে পাচ্ছেন না দিলীপ রায় জমি ফেরতের দাবিতে তীব্র শীতের রাতে সপরিবারে রাস্তায় অবস্থান নিয়েছেন  লালমনিরহাটের  দিলীপ কুমার রায় ও তার পরিবার। আদালতের সুস্পষ্ট রায় থাকা স্বত্বেও নিজের পৈত্রিক জমির দখল বুঝে পাচ্ছেন না তারা। জমির দখল বুঝিয়ে দেওয়ার দাবিতে স্ত্রী সন্তানদের সাথে নিয়ে এই প্রচন্ড শীতে , গভীর রাতেও সপরিবারে খোলা আকাশের নিচে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
ঘটনাটি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের চামটাহাট গ্রামের। দিলীপ কুমার রায় বিজ্ঞ আদালতের নির্দেশে যে জমিটা পেয়েছেন সেটা চামটাহাট বাজারেই অবস্থিত।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, উক্ত জমি চামটার হাট ইজারাদার কতৃপক্ষ দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অবৈধভাবে ব্যবহার করে আসছিল, এই জমি (খ) তফসিল ভুক্ত অর্পিত সম্পত্তি হিসাবে অন্তর্ভুক্ত থাকায় উক্ত পরিত্যক্ত জমি সরকারী দখলসহ অতীতে কোন প্রকার ইজারা বা লিজ প্রদান করা হয়নি। পরবর্তীকালে উক্ত জমি দিলীপ কুমার রায় তাঁর পৈতৃক সম্পত্তি হিসেবে জানার পর জমির খাজনা পরিশোধ করে নাম খারিজ করেন, যার খারিজ খতিয়ান নং ৩৬২২।
এ বিষয়টি জানতে পেরে মদাতী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের নাম খারিজের বিরুদ্ধে আপীল করেন। যার মামলা নং অন্য আপীল২৭/২০১৮। এবং পরবর্তী সময় চেয়ারম্যানের আপীলটিও খারিজ হয়ে যায়। পরবর্তীতে বাদী পক্ষ অর্থাৎ দিলীপ কুমার রায় পৈতৃক সম্পত্তি ফিরে পেতে বিজ্ঞ জজ আদালত লালমনিরহাটে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং অন্য ১০৩/২০১৭।
মামলাটি নিস্পত্তিকালে বিজ্ঞ জজ আদালত এস এ ৬৪ খতিয়ানের ২৪০৯ বাটা ২৮৭৭ দাগে. ৩২ শতাংশ জমি এসএ মালিক এবং ১১০৬৬/৬৩ নং দলিল মুলে উক্ত জমি নগেন্দ্রনাথ চৌধুরীর ওয়ারিশ হিসাবে এবং সহকারী কমিশনার (ভুমি) কালীগঞ্জ এর তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সেই জমি আগামী ৬০ দিনের মধ্যে প্রকৃত মালিক দিলীপ কুমার রায় এবং উনার পরিবারবর্গকে দখল ফেরত দিতে গত ৪ই ডিসেম্বর সুস্পষ্ট আদেশ প্রদান করেন।
গতকাল ০৭ ডিসেম্বর সকালে এই জমির দখল বুঝে নিতে আসলে হাট ইজারাদার তথা চেয়ারম্যানের লোকজন সরাসরি বাঁধা প্রদান করে দিলীপ কুমার রায়কে, তারই পরিপ্রেক্ষিতে সপরিবারে তিনি সকাল থেকে এখন রাত ০৩ টা ( ০৮ ডিসেম্বর) পর্যন্ত  তীব্র শীতের রাতেও জমিতে অবস্থান করছেন।
লালমনিরহাট জেলার স্থানীয় প্রশাসন, এমপি মহোদয়, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সহ সকলের কাছে তারা বিনীত অনুরোধ জানিয়েছেন অসহায় পরিবারটিকে আদালতের রায় অনুযায়ী জরুরীভাবে জমি ফেরতের বিষয়ে সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার জন্য, সেইসাথে বাংলাদেশের সাংবাদিক মিডিয়া সহ মানবিক হৃদয়ের প্রতিটা মানুষকে অনুরোধ করছে অসহায় এই পরিবারটির পাশে থাকার জন্য।
দিলীপ কুমার রায় দাবী করেন, আদালতের রায়ের পরও একটা পরিবার তাদের পৈতৃক জমি ফেরত পাবেনা, এই ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায়না। ামার পক্ষে রায় পাওয়ার পরেও যদি আমারই পৈত্রিক জমি দখল নিতে না পারি এর থেকে দুঃখ আর কি থাকে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷