নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বদেশী পোশাকে নোবেল পুরস্কার নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় !!
তাঁর নাম নোবেলজয়ী হিসেবে ঘোষণা হওয়ার পর তিনি কতটা বাঙালি তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু সেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ভারতীয় সময় মঙ্গলবার রাতে যখন স্টকহোমের কনসার্ট হলে নোবেল পুরস্কার নিলেন, তখন তৈরি হয়ে গেল অন্য এক ইতিহাস। এই প্রথম কোনও বাঙালি নোবেল পুরস্কার গ্রহণ করলেন ধুতি আর পাঞ্জাবি পরে। শুধু অভিজিৎবাবু নন। তাঁর স্ত্রী এস্থার ডাফলোও নোবেল নিলেন শাড়ি পরে।
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন ১৯১৩ সালে। কিন্তু নোবেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিশ্বকবি। তারপর বাঙালি হিসেবে নোবেল পেয়েছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষক অমর্ত্য সেন। তিনি নোবেল নিয়েছিলেন একেবারে পশ্চিমী পোশাকেই। অধ্যাপক সেনের পরনে ছিল স্যুট। বাংলাদেশের মহম্মদ ইউনুস পাঞ্জাবি পরলেও, ধুতি পরেননি। আর এখানেই অন্য রেকর্ড তৈরি হয়ে গিয়েছে নোবেলমঞ্চে।
অর্থনীতিতে এ বার তিনজন নোবেল পেয়েছেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই নোবেল পেয়েছেন তাঁর স্ত্রী এস্থার ডাফলো এবং মাইকেল ক্রেমার। মহারাষ্ট্রের ধুলেতে জন্ম অভিজিৎবাবুর। কলকাতার সাউথ পয়েন্ট স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন তিনি। তারপর স্নাতকোত্তর পাশ করেন দিল্লির জেএনইউ থেকে। এরপর চলে যান হার্ভার্ডে পড়তে। সেই সময় থেকেই দেশের বাইরে এই অধ্যাপক। তবে এখনও শিকড়ের টান ভোলেননি। তা বুঝিয়ে দিলেন নোবেল মঞ্চের পোশাকেও।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷