Breaking News

রামমন্দিরের পুরোহিত হোক দলিত, ইচ্ছা বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি)

নিউজপোল ডেস্ক:‌ গত শতাব্দীর আটের দশক থেকে রাম মন্দির আন্দোলন শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদ (‌ভিএইচপি)। এই আন্দোলনের ছাতার নীচে সমস্ত হিন্দুদের নিয়ে আসতে চেয়েছে। অবশেষে সফল সেই আন্দোলন। অযোধ্যার ‘‌বিতর্কিত’‌ ভূখণ্ডে রামমন্দিরই তৈরি হচ্ছে। রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার সেই রাম মন্দিরকে কেন্দ্র করে আবারও হিন্দু আবেগ উসকে দিতে চাইছে তারা। হিন্দুদের একত্রিত করতে চাইছে। সেই ছাতার নীচে আনতে চাইছে দলিতদেরও। আর সেই কারণেই প্রস্তাব দিয়েছে, রাম মন্দিরের পুরোহিত হোক কোনও দলিত।
রাম মন্দির আন্দোলনেও ঠিক এভাবেই দলিতদের টেনে আনতে চেয়েছিল ভিএইচপি। ১৯৮৯ সালের ৯ নভেম্বর রাম মন্দিরের ভিত্তি স্থাপন করে বিশ্ব হিন্দু পরিষদ। ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন দলিত কামেশ্বর চৌপল। বিহারের ভিএইচপি কর্মী ছিলেন তিনি। তখন হিন্দু পরিষদ এই বার্তাই দিতে চেয়েছিল, যে রাম মন্দির নির্মাণেরর জন্য হাতে হাত রেখে দাঁড়িয়ে রয়েছে গোটা হিন্দু সম্প্রদায়। এবারও সেই কাজটাই করছে।
সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণের জন্য কেন্দ্রকে একটি ট্রাস্ট গঠনের নির্দেশ দেয়। এই ট্রাস্টই পুরোহিতকেও নিয়োগ করবে। হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশল জানিয়েছেন, ‘‌অযোধ্যার ট্রাস্ট কেন্দ্র সরকারই গঠন করবে। ভিএইচপি এতে হতক্ষেপ করবে না। শুধু দলিত কোনও ব্যক্তিকে পুরোহিত করা হলে আমরা সেই পদক্ষেপকে সাদরে অভ্যর্থনা জানাব’‌। বনশল আরও জানিয়েছেন, বহু বছর ধরে ভিএইচপি দলিতদের প্রশিক্ষণ দিয়ে পুরোহিত তৈরির কাজ করছে। ভিএইচপি–র আরও দাবি, অযোধ্যায় রাম মন্দির কেন্দ্র সরকারের টাকায় নয়, বরং অনুদানে তৈরি হোক।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে রাম মন্দির নির্মাণের ট্রাস্ট গঠন করতে হবে কেন্দ্রকে। হিন্দু পরিষদের ইচ্ছা, এই ট্রাস্টে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। সত্যিই ভিএইচপি–র এসব ইচ্ছা পূরণ হবে কিনা, বলবে সময়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷