বীরাঙ্গনা রত্না চক্রবর্তী এখন শপিং মলের ঝাড়ুদার | স্বীকৃতি মিলেলও এখনও পাননি কোন সহায়তা
বীরাঙ্গনা রত্না চক্রবর্তী এখন শপিং মলের ঝাড়ুদার | স্বীকৃতি মিলেলও এখনও পাননি কোন সহায়তা
এক বছর, দুই বছর নয়; দীর্ঘ ৪৪ বছর। দুঃসহ এক কষ্ট চেপে রেখেছিলেন চট্টগ্রামের রত্না চক্রবর্তী। ২০১৫ সালে এসে সেই নীরবতা ভাঙেন রত্না চক্রবর্তী। জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা লাঞ্ছিত-নির্যাতিত হওয়ার কথা। এরপর মেলে বীরাঙ্গনার স্বীকৃতি। তবে মুক্তিযুদ্ধের গেজেটে তার নাম আসলেও এখনও পাননি কোন সহায়তা। এ পরিস্থিতিতে নগরের একটি শপিং মলে ঝাড়ুদারের চাকরি করে জীবন-যাপন করছেন এই বীরাঙ্গনা। নয়ন বড়ূয়া জয়ের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷