Breaking News

টাঙ্গাইলের মাধুরি পাল শ্রীমদভগবদগীতা পাঠ প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় স্থান অধিকার করেছেন।

টাঙ্গাইলের মির্জাপুরের মাধুরি পাল শ্রীমদভগবদগীতা পাঠ প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্য়ায়ে প্রথম স্থান অধিকার করেছেন। মাধুরি পাল মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি গ্রামের শ্রীবাস পালের মেয়ে। সে প্রতিযোগিতার ‘গ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে।
শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী মন্দিরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিভাগীয় শ্রীমদভগবদগীতা পাঠ প্রতিযোগিতার সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিশ্বদীপ দে।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও সাবেক সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, উপদেষ্টা ও সাবেক সভাপতি সাংবাদিক স্বপন কুমার সাহা, সাবেক সভাপতি কাজল দেবনাথ, সাবেক সভাপতি জয়ন্ত সেন দীপু, শ্রীমদভগবদগীতা পাঠ প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় যুগ্ম সমন্বয়ক ডিএন চ্যাটার্জি, যুগ্ম সমন্বয়ক সাগর হালদার প্রমুখ।
মাধুরি পাল এর আগে মির্জাপুর উপজেলা ও টাঙ্গাইল জেলা পর্য়ায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়।
এদিকে মির্জাপুরের মেয়ে মাধুরি পাল শ্রীমদভগবদগীতা পাঠ প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্বে প্রথম স্থান অধিকার করায় তাকে অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি সরকার হিতেশ চন্দ্র পুলক ও সাধারণ সম্পাদক প্রমথেস গোস্বামী শঙ্কর।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷