Breaking News

পূজিত হলেন সরস্বতী দেবী, পুরোহিত একাদশ শ্রেণীর ছাত্রী আয়েশা

পূজিত হলেন সরস্বতী দেবী, পুরোহিত একাদশ শ্রেণীর ছাত্রী আয়েশা
হামার খবর ডেস্ক: বিল্ব পুস্পাঞ্জলি মন্ত্র উচ্চারণে পুরুষ পুরোহিতের হস্ত দিয়ে সাধারণত হিন্দু দেবদেবীর পূজা করা হয়ে থাকে। এটাই প্রচলিত রীতি হয়ে দাঁড়িয়েছে। শিলিগুড়ি বুদ্ধভারতী উচ্চ বিদ্যালয় (উঃমাঃ) প্রচলিত এই রীতিকে খন্ডন করে এক অন্য ইতিহাস রচনা করল এবছরের সরস্বতী পূজাতে।
পুরুষতন্রকে ভেঙে ফেলার বনিয়াদ তৈরি হতে পারে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে। ধর্মীয় বিভাজনের কাঠগড়ায় আঘাত হানার শিক্ষা দিতে পারে বিদ্যালয়। শিলিগুড়ির বুদ্ধভারতী উচ্চ বিদ্যালয় ঠিক সেটাই করে দেখালো।
একাদশ শ্রেণীর ছাত্রী আয়েশার হাতে বিল্ব পুস্প ও অন্যান্য উপচার সহযোগে বিদ্যার দেবী সরস্বতীর পূজা হল শিলিগুড়ি হায়দরপাড়ার ওই বিদ্যালয়ে। পূজা করবে একাদশ শ্রেণীর ছাত্রী আয়েশার তাকে নানান রকম পরামর্শ দিয়ে সাহায্য করেছেন ওই বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষিকা তনুশ্রী পাল। তিনি বলেন, “প্রধান শিক্ষক তাকে ডেকে বলেছেন একজন ছাত্রীকে দিয়ে পূজা করানোর কথা। সেইমত সংস্কৃতের ছাত্রী আয়েশা বিশ্বাসকে একমাস পুরোহিতের কাজের প্রশিক্ষণ দেওয়া হয়”। পুরোহিত ছাত্রী আয়েশা বিশ্বাস বলেন, এবছর সে প্রথমবার পূজা করল মন্রোচ্চারণের মধ্য দিয়ে। ছাত্রীটি জানায়, “মেয়েরা সব কিছুতে এগিয়ে যাচ্ছে, মেয়েরাও যে পূজা করতে পারে এটাই আমার ভাবনা”
পুরোহিত মানেই পুরুষ, পুরুষের হাতেই দেবদেবীর পূজা করার ঐতিহ্য ভেঙে দিল বুদ্ধভারতী উচ্চ বিদ্যালয়।
উল্লেখ্য যে, গতকাল ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আলপনা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৬ জন শিক্ষার্থীকে আজ পুরস্কৃত করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপনেন্দু নন্দী বলেন, “আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনোবল বৃদ্ধি করতে একদিকে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় অপরদিকে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে সেই লক্ষ্যে এই প্রচেষ্টা”।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷