Breaking News

সংখ্যালঘু গৃহকর্মীকে হাত-পা বেঁধে আ.লীগ নেতার ধ'র্ষণ

সংখ্যালঘু গৃহকর্মীকে হাত-পা বেঁধে আ.লীগ নেতার ধ'র্ষণ
সিলেট টাইমস ডেস্কঃ গৃহকর্মীর কাজের কথা বলে সংখ্যালঘু মুচি পরিবারের ১২ বছরের এক কি'শোরীকে বুধবার (১ জানুয়ারি) বিকেলে বাড়িতে নিয়ে আসেন জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক চাঁন মিয়া (৬৫)। রাতে ওই গৃহকর্মীকে হাত-পা বেঁধে একাধিকবার ধ'র্ষণ করেন তিনি। সকালেও একই কায়দায় ধ'র্ষণ করে ধ'র্ষিতার হাতে পঁচিশ শ টাকা দিয়ে চাঁন মিয়া বলেন, ‘যা চাবি তাই দিমু, তাও এই কতা কাউরে কইস না।’ সকালে ওই কি'শোরী তার বাবাকে এ কথা জানিয়ে দিলে এলাকায় চাউর হয়ে যায় ঘটনাটি। ক্ষুব্ধ হয়ে সকাল ১১টার দিকে চাঁন মিয়ার বাড়ি ঘেরাও করে এলাকাবাসী। বিচারের দাবিতে ময়মনসিংহ-জামালপুর সড়ক অবরোধ করে স্থানীয়রা।
মীমাংসার কথা বলে চাঁন মিয়ার বাড়ি থেকে বিক্ষুব্ধ লোকজনের সামনে ওই কি'শোরী ও ধ'র্ষককে অন্যত্র সরিয়ে নিয়ে যান লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বকুল মিয়া। এলাকাবাসী ও ধ'র্ষিতার পরিবারের কাছ থেকে পাওয়া গেছে এমনই অ'ভিযোগ। কি'শোরীটিকে উ'দ্ধার করতে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়েছে জামালপুর সদর থা'নার পু'লিশ।ধ'র্ষিতা কি'শোরী গৃহকর্মী পিবিএ’কে জানিয়েছেন, রাত ১১টার সময় আমা'র হাত-পা বেঁধে জামা-কাপড় খুলে ধ'র্ষণ করে চাঁন মিয়া। তারপর আমা'র হাতে পঁচিশ শ টাকা দিয়ে বলেছে, ‘যা চাবি তাই দিমু, এই কতা কাউরে কইসনে।’ আমি চি'ৎকার করতে গেলে সে আমাকে চড়-থাপ্পড় দিয়ে আমা'র মুখ চেপে ধরেছে। আমি এর উপযুক্ত শা'স্তি চাই।
জামালপুর সদর উপজে'লার শরিফপুর ইউনিয়নের বাদেচাঁন্দি এলাকায় ধ'র্ষক চাঁন মিয়ার বাড়ি। ওই বাড়িতেই কাজের কথা বলে নিয়ে এসে কি'শোরীটিকে ধ'র্ষণ করেন তিনি। ধ'র্ষিতার পিতা দাদুল মুচি পিবিএ’কে জানিয়েছেন, আমা'র মে'য়েকে ঘরের কাজকর্ম করার জন্য গতকাল তার বাড়িতে নিয়ে যান চাঁন মিয়া। তাকে ভালো খাবার-দাবার দেবে, জামা-কাপড় দেবে। কোনো ক্ষতি করবেনা। মাস শেষে কিছু টাকাও দেবে স্বীকার করে নিয়ে গিয়ে রাতেই এই কুকর্ম করেছে। সকালেও করেছে। মে'য়ে ওই বাড়ি থেকে পালিয়ে এসে নান্দিনা বাজারে আমাকে ঘটনাটি জানিয়েছে। আমি মে'য়েকে সঙ্গে নিয়ে এলাকাবাসীকে ঘটনাটি জানাই। এলাকার লোকজনসহ চাঁন মিয়ার বাড়িতে যাই।
এলাকাবাসী পিবিএকে জানিয়েছেন, ঘটনাটি ধ'র্ষিতার মুখে শোনে চাঁন মিয়ার বাড়িতে যাই আম'রা। ঘর থেকে তিনি বের হন নাই। লোকজন ক্ষিপ্ত হয়ে জড়ো হতে থাকলে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাটি মীমাংসার কথা বলে ধ'র্ষক ও ধ'র্ষিতাকে ঘর থেকে বের করে অন্যত্র সরিয়ে নিয়ে যান লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বকুল মিয়া। এখনও নি'খোঁজ রয়েছে কি'শোরীটি। উপস্থিত লোকজনের সামনে ধ'র্ষক চাঁন মিয়া বলেছেন, ঘটনা যা ঘটার ঘটছে। এখন আপনারা একটা মিলজিল করে দেন।
বকুল মিয়া পিবিএ’কে জানিয়েছেন, সবার ভালোর স্বার্থে আমি তাদের নিয়ে এসেছি। একটা আপোস-মীমাংসা করে যদি ইজ্জত রক্ষা করা যায়, আমি সেই চেষ্টা করেছি। জামালপুর সদর থা'নার ওসি মো. সালেমুজ্জামান পিবিএ’কে জানিয়েছেন, ঘটনাটি দুপুর দেড় টায় শুনেছি। তৎক্ষণাৎ আমি ঘটনাস্থলে পু'লিশ পাঠিয়েছি। কি'শোরীটিকে উ'দ্ধারের চেষ্টা চলছে। অ'ভিযোগ পেলে মা'মলা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷