ময়মনশিংহ জেলার ফুলপুর থানার পুলিশ ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এর সহযোগিতায় উদ্ধার হলো, নাবালিকা অন্তরা রানী বিশ্বাস।
ময়মনশিংহ জেলার ফুলপুর থানার পুলিশ ও
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এর সহযোগিতায় উদ্ধার হলো, নাবালিকা অন্তরা রানী বিশ্বাস।
হিন্দু নাবালিকা কন্যা অন্তরা রানী বিশ্বাস (১৫) কে আজ উদ্ধার করল ময়মনশিংহ জেলার ফুলপুর থানার পুলিশ ১০ দিন পর । মেয়েটির বাবা শ্রী কৃষ্ণ বিশ্বাস ও মাতা সবিতা রানী বাংলাদেশ মাইনরিটি ওয়াচের নিকট আবেদন করলে থানা পুলিশ একটি সাধারন ডাইরী লিপিবদ্দ করে , পরে উক্ত সাধারন ডাইরীর প্রেক্ষিতে পুলিশ তৎপর হয়, পুলিশের তৎপরতাই অদ্য (১৭.০১.২০) সকাল ১০ ঘটিকায় অন্তরা রানী উদ্ধার হয় এবং অপহরণকারী মোঃ আকাশ পিতা মো মিরাজ কে গ্রেফতার করে পুলিশ, গ্রেফতারের সময় মেয়েটির মা বাবা উপস্তিত ছিল ।
ফুলপুর থানার এস,আই, মীর তুষার আমাকে জানায় যে ভিচতিম উদ্ধার হয়েছে এবং অপহরণকারী কে গ্রেফতার করে থানায় নেয়ে আসে। থানার অফিসার ইন চার্জ এমারুল হসসাইন গাজী বাংলাদেশ মাইনরিটি ওয়াচকে জানায় যে তিনি আসামির বিরুদ্ধে মাম্লয়ার প্রস্তুতি নেচ্ছেন।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ পুলিশের তৎপরতার প্রশংসা করছেন, সঙ্গে সঙ্গে আসামির বিরুদ্ধে নারী শিশু আইনের ব্বিধান মতে আইনানুগ বাবস্তা নেয়ার জন্য দাবী জানাচ্ছে এবং নাবালিকা মেয়েটি কে তার পিতা মাতার নিকট হস্তান্তর করার দাবী জানাচ্ছে ।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এর সহযোগিতায় উদ্ধার হলো, নাবালিকা অন্তরা রানী বিশ্বাস।
হিন্দু নাবালিকা কন্যা অন্তরা রানী বিশ্বাস (১৫) কে আজ উদ্ধার করল ময়মনশিংহ জেলার ফুলপুর থানার পুলিশ ১০ দিন পর । মেয়েটির বাবা শ্রী কৃষ্ণ বিশ্বাস ও মাতা সবিতা রানী বাংলাদেশ মাইনরিটি ওয়াচের নিকট আবেদন করলে থানা পুলিশ একটি সাধারন ডাইরী লিপিবদ্দ করে , পরে উক্ত সাধারন ডাইরীর প্রেক্ষিতে পুলিশ তৎপর হয়, পুলিশের তৎপরতাই অদ্য (১৭.০১.২০) সকাল ১০ ঘটিকায় অন্তরা রানী উদ্ধার হয় এবং অপহরণকারী মোঃ আকাশ পিতা মো মিরাজ কে গ্রেফতার করে পুলিশ, গ্রেফতারের সময় মেয়েটির মা বাবা উপস্তিত ছিল ।
ফুলপুর থানার এস,আই, মীর তুষার আমাকে জানায় যে ভিচতিম উদ্ধার হয়েছে এবং অপহরণকারী কে গ্রেফতার করে থানায় নেয়ে আসে। থানার অফিসার ইন চার্জ এমারুল হসসাইন গাজী বাংলাদেশ মাইনরিটি ওয়াচকে জানায় যে তিনি আসামির বিরুদ্ধে মাম্লয়ার প্রস্তুতি নেচ্ছেন।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ পুলিশের তৎপরতার প্রশংসা করছেন, সঙ্গে সঙ্গে আসামির বিরুদ্ধে নারী শিশু আইনের ব্বিধান মতে আইনানুগ বাবস্তা নেয়ার জন্য দাবী জানাচ্ছে এবং নাবালিকা মেয়েটি কে তার পিতা মাতার নিকট হস্তান্তর করার দাবী জানাচ্ছে ।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷