Breaking News

আরব আমিরাতে সনাতনী গীতা সংঘের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতে শারজায় সনাতনী ঐক্য ওবিশ্ব শান্তি কামনায় প্রবাসী পার্থ সারথি গীতা সঙ্গে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী মহোৎসব অনুষ্ঠান করা হয়েছে। শ্রীযুক্ত বাবু প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে গতকাল দেরা দুবাই,
 মার্কোপোলো হোটেলের বলরুমে উদযাপন করা হয়। মিন্টু বৈদ্য এবং রামপ্রসাদ নন্দীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ও ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক  শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
পঞ্চতত্তের আহবানে শ্রী গুরু পূজা নারায়ন পূজা বাল্যভোগ শ্রীগুরুর স্ত্ততি বৃন্দাদেবীর আরতী শ্রীমৎ ভগবত গীতা পাঠ মহাপ্রসাদ ছোট ছোট ছেলেমেয়েদের গিতার প্রশ্নোত্তর প্রতিযোগিতায় ও গীতা পাঠের আয়োজন করা হয়।
এই মহতী অনুষ্ঠানে আরব আমিরাতে বিভিন্ন মঠ মন্দির থেকে হাজার হাজার ভগবত প্রেমি ভক্তদের সমাগম ঘটে। 
                   
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রীযুক্ত বাবু অদূল চৌধুরী, শ্রী জগদীশ বাবু, শ্রী চন্দন আচার্য, শ্রী তপন চৌধুরী, প্রকৌশলী সুবল চন্দ্র শীল, শ্রী অমল ধর, শ্রী উজ্জ্বল দাস, শ্রী তপন সরকার, শ্রী উজ্জ্বল সেন, শ্রী রাজীব দাস, শ্রী রুপন দাস, সাংবাদিক সনজিৎ কুমার শীল, ও শ্রী মঞ্জ রানী সরকার, মুখপাত্র।
এই মহতী ধর্মীয় মিলনমেলার অংশগ্রহণ করতে ইউ এ ইর বিভিন্ন প্রান্ত থেকে আগত উপস্থিত হয়েছেন রাধা মাধব মন্দির আল দাহিদ মরুতীর্থ, গীতা সংঘ অনলাইন সৎসঙ্গ অনলাইন শাখা সৎসঙ্গ অনলাইন রাধাগোবিন্দ মন্দির রাস আল খাইমা
খরান লোকনাথ সংঘ অনলাইন লোকনাথ সেবা সংঘ অনলাইন কেন্দ্রীয় সংঘ আজমান সৎসঙ্গ শারজাহ, গিতাসংঘ শারজাহ,জয় শ্রী কৃষ্ণ লোকনাথ সেবা সংঘ দুবাই অদ্বৈত-অচ্যুত মিশন ইউ এই, গিতা  সংঘ মোচ্ছফ্ফা আবুধাবী, জাতীয় হিন্দু মহাজোট ইউএই, লোকনাথ সেবাসংঘ আজমান।
এই ভগবতী অনুষ্ঠানে প্রধান বক্তা শ্রীমৎ স্বামী তপনানন্দগিরী মহারাজ মহাউৎসব ভাবগন্তীর পরিবেশ ভাবিত হয় পার্থ সারথি গীতা মুভি শুনকির্ত্তন করেন। পরিশেষে সজলদের পরিবেশনায় মধুর হরি নামের মধ্য দিয়ে বিশ্ব শান্তি কামনায় মহারাজ শান্তি বাণী পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷