প্রতীকী ছবিটিতে বাংলাদেশের হিন্দুদের অসহায়ত্বের করুণ চিত্র ফুটে উঠেছে!
প্রতীকী ছবিটিতে বাংলাদেশের হিন্দুদের অসহায়ত্বের করুণ চিত্র ফুটে উঠেছে!
প্রসঙ্গত, সরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতিবাদে এবং নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকের আমরণ অনশণ কর্মসূচীতে এই দৃশ্যের অবতারণা হয়। হৃদয়স্পর্শী ছবিটি দেখে একজন ধর্মপ্রাণ হিন্দু হিসেবে চোখের জল ধরে রাখতে পারলাম না।
অসাম্প্রদায়িক, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে এ ধরনের দৃশ্য দেখার চেয়ে বড় লজ্জা আর কিছুই হতে পারে না! সংখ্যালঘুরা কি রাষ্ট্রীয় সাম্প্রদায়িক ষড়যন্ত্রের শিকার নয়? বাংলাদেশ স্বাধীনতার মৌলিক স্তম্ভ থেকে সরে যাচ্ছে না? আমরা সবাই বাঙ্গালী কিন্তু এই দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে।
জানিনা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব কিনা কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি রইল পূর্ণ সমর্থন। আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷