শেরপুরের নালিতাবাড়ীতে সরকারী বরাদ্দের ঘর পাইয়ে দেয়ার নাম করে ঘর প্রাপ্তির নারায়ন হিসেবে আগ্রহীদের কাছ থেকে টাকা আদায়কালে জনতার হাতে আটক হয়েছে শরিফুল ইসলাম আক্তার (৩২) নামে এক প্রতারক।
শেরপুরের নালিতাবাড়ীতে সরকারী বরাদ্দের ঘর পাইয়ে দেয়ার নাম করে ঘর প্রাপ্তির নারায়ন হিসেবে আগ্রহীদের কাছ থেকে টাকা আদায়কালে জনতার হাতে আটক হয়েছে শরিফুল ইসলাম আক্তার (৩২) নামে এক প্রতারক। এসময় কৌশলে পালিয়ে যায় জুয়েল (৩০) নামে অপর প্রতারক। আটক আক্তারের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার নলকা গ্রামে। সে ওই গ্রামের আব্দুছ ছালামের পুত্র।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের চাঁদগাঁও গ্রামে এ প্রতারককে আটক করা হয়
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী জানান, সম্প্রতি একটি প্রতারকচক্র সরকারী বরাদ্দের ঘর দেওয়ার নামে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে সহজ-সরল মানুষ টার্গেট করে মোটা অংকের ঘুষ দাবী করে। দাবী অনুযায়ী কথা পাকাপাকি করে প্রাথমিকভাবে ২-৩ হাজার টাকা করে বুকিং মানি হিসেবে নেয় চক্রটি। বাকী টাকা বিকাশে পাঠাতে বিকাশ নাম্বার দিয়ে যায়। এ চক্রেরই দুই সদস্য জুয়েল ও আক্তার আজ সোমবার চাঁদগাঁও গ্রামে এসে বিভিন্ন বাড়ি ঘুরে ঘর বরাদ্দের নাম করে বুকিং মানি হিসেবে ২-৩ হাজার করে টাকা আদায় করছিল। একপর্যায়ে ইস্রাফিল (৪৮) নামে এক কৃষকের বাড়ি গিয়ে ১ হাজার টাকা নগদ আদায় করলে ইস্রাফিলের সন্দেহ হয়। পরে তিনি স্থানীয় চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলের কাছে এ বিষয়ে জানতে চান। ঘটনা শুনে চেয়ারম্যান প্রতারককে আটক করতে নির্দেশ দেন। এসময় প্রতারক আক্তারকে আটক করা গেলেও সঙ্গীয় অপর প্রতারক জুয়েল পালিয়ে যায়। পরে আটক আক্তারকে ইউনিয়ন পরিদে নিয়ে আসা হয়।
এ খবর পেয়ে আশপাশের গ্রাম থেকে প্রতারিত অনেকেই পরিষদে ছুটে আসেন। একই উপজেলার আমলাতলী গ্রামের আনছার আলী জানান, তার কাছ থেকে একই প্রতারকচক্রের সদস্যরা ২৫ হাজার টাকা নিয়েছে সরকারী ঘর বরাদ্দের কথা বলে। দোহালিয়া গ্রামের জফিল উদ্দিন জানান, তার কাছ থেকে আটক প্রতারক আক্তার ৩ হাজার টাকা নিয়ে
এ বিষয়ে রাজনগর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল জানান, প্রতারকচক্রের সদস্য শরিফুল ইসলাম আক্তারকে আটক করে তার অভিভাবক ও প্রতারিতদের খবর পাঠানোর পর সোমবার বিকেলে তার অভিভাবক ৩৩ হাজার টাকা নগদ ফেরত দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকা দিয়ে তার স্বজন মিয়ার উদ্দিন ও শাহাজ উদ্দিন প্রতারককে ছাড়িয়ে নিয়ে গেছে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের চাঁদগাঁও গ্রামে এ প্রতারককে আটক করা হয়
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী জানান, সম্প্রতি একটি প্রতারকচক্র সরকারী বরাদ্দের ঘর দেওয়ার নামে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে সহজ-সরল মানুষ টার্গেট করে মোটা অংকের ঘুষ দাবী করে। দাবী অনুযায়ী কথা পাকাপাকি করে প্রাথমিকভাবে ২-৩ হাজার টাকা করে বুকিং মানি হিসেবে নেয় চক্রটি। বাকী টাকা বিকাশে পাঠাতে বিকাশ নাম্বার দিয়ে যায়। এ চক্রেরই দুই সদস্য জুয়েল ও আক্তার আজ সোমবার চাঁদগাঁও গ্রামে এসে বিভিন্ন বাড়ি ঘুরে ঘর বরাদ্দের নাম করে বুকিং মানি হিসেবে ২-৩ হাজার করে টাকা আদায় করছিল। একপর্যায়ে ইস্রাফিল (৪৮) নামে এক কৃষকের বাড়ি গিয়ে ১ হাজার টাকা নগদ আদায় করলে ইস্রাফিলের সন্দেহ হয়। পরে তিনি স্থানীয় চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলের কাছে এ বিষয়ে জানতে চান। ঘটনা শুনে চেয়ারম্যান প্রতারককে আটক করতে নির্দেশ দেন। এসময় প্রতারক আক্তারকে আটক করা গেলেও সঙ্গীয় অপর প্রতারক জুয়েল পালিয়ে যায়। পরে আটক আক্তারকে ইউনিয়ন পরিদে নিয়ে আসা হয়।
এ খবর পেয়ে আশপাশের গ্রাম থেকে প্রতারিত অনেকেই পরিষদে ছুটে আসেন। একই উপজেলার আমলাতলী গ্রামের আনছার আলী জানান, তার কাছ থেকে একই প্রতারকচক্রের সদস্যরা ২৫ হাজার টাকা নিয়েছে সরকারী ঘর বরাদ্দের কথা বলে। দোহালিয়া গ্রামের জফিল উদ্দিন জানান, তার কাছ থেকে আটক প্রতারক আক্তার ৩ হাজার টাকা নিয়ে
এ বিষয়ে রাজনগর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল জানান, প্রতারকচক্রের সদস্য শরিফুল ইসলাম আক্তারকে আটক করে তার অভিভাবক ও প্রতারিতদের খবর পাঠানোর পর সোমবার বিকেলে তার অভিভাবক ৩৩ হাজার টাকা নগদ ফেরত দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকা দিয়ে তার স্বজন মিয়ার উদ্দিন ও শাহাজ উদ্দিন প্রতারককে ছাড়িয়ে নিয়ে গেছে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷