শেরপুরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২২ নভেম্বর) শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শেরপুরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২২ নভেম্বর) শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য সভাপতি, ব্যবসায়ী কানু চন্দ্র চন্দ সাধারণ সম্পাদক এবং সংস্কৃতিকর্মী মলয় চাকী যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সকালে সম্মেলনস্থলে জাতীয় পতাকা ও সাংগঠনিক পাতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রিয় সভাপতি অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। এসময় কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। পরে জেলার ৫ উপজেলা থেকে আগত শত শত নারী-পুরুষের অংশ গ্রহণে সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি কেন্দ্রিয় সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক দীপংকর ঘোষ। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে অন্যান্যের মাঝে সদস্য সচিব কানু চন্দ্র চন্দ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ্য অধ্যাপক সারোয়ার জাহান, শিক্ষাবিদ শিব শংকর কারুয়া, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়, মহানগর কমিটির নেতা পবিত্র রঞ্জন রায়, গারো নেত্রী রবেতা ম্রং গোপাল সরকার, জয়ন্ত দেব অ্যাপোলো প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, সংবিধানে রাষ্টধর্ম ইসলাম বহাল রাখায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের দেশের দ্বিতীয় শ্রেনীর নাগরিকে পরিণত করা হয়েছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে। দেশের সংখ্যালঘু মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে আনতে হলে বাহাত্তুরের সংবিধান পুরোপুরি প্রবর্তন করতে হবে। তিনি বলেন, আলাদা সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে। তাছাড়া সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘুদের জন্য বৈষম্যমুলক আইনসমূহ পরিবর্তন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে সংখ্যালঘুদের অধিকারকে মানবাধিকার হিসেবে গুরুত্ব দিতে হবে।
পরে সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে কেন্দ্রিয় নেতৃবৃন্দ ও জেলা-উপজেলা পর্যায়ে সভাপতি-সম্পাদক সহ ২০টি ইউনিটের ৪০ জনকে নিয়ে একটি সাবজেক্ট কমিটি গঠিত হয়। এই সাবজেক্ট কমিটি ঘন্টাব্যাপী আলাপ-আলোচনার মাধ্যমে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের শেরপুর জেলা শাখা কমিটির নেতৃত্ব নির্বাচন করেন। এতে সর্বসম্মতিক্রমে সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্যকে সভাপতি, ব্যবসায়ী কানু চন্দ্র চন্দকে সাধারণ সম্পাদক ও সংস্কৃতিকর্মী মলয় চাকীকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচিতরা পরবর্তীতে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদ পূরণ করবেন বলে ঘোষণা করা হয়।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷