Breaking News

নতুন রূপে ১৮ লক্ষ টাকার শ্বেতপাথরের মূর্তি ঘিরে এবারও জমজমাট সোনারপুরের বৈকুণ্ঠপুর সাধারণ সম্মেলনীর জগদ্ধাত্রী পুজো।

নতুন রূপে ১৮ লক্ষ টাকার শ্বেতপাথরের মূর্তি ঘিরে এবারও জমজমাট সোনারপুরের বৈকুণ্ঠপুর সাধারণ সম্মেলনীর জগদ্ধাত্রী পুজো। গত বছরই রাজস্থানের জয়পুর থেকে ভিয়েতনাম পাথরের তৈরি ৮ ফুট উঁচু এই প্রতিমা এসেছিল এখানে। এবার সেটিই নতুন রূপ পেল। পরানো হল লাল রঙের বেনারসি শাড়ি। সোনার সীতাহার, হীরের টিপ এবং সোনার তৈরি ত্রিনয়ন দিয়ে সাজানো হয়েছে প্রতিমা। এই নতুন রূপ দেখে মাতৃপ্রতিমা থেকে চোখ ফেরাতে পারছেন না দর্শনার্থীরা। শনিবার গোলপার্ক রামকৃষ্ণ মিশনের মহারাজের হাত দিয়ে প্রতিমার বাৎসরিক উদ্বোধন হয়। ছিলেন প্রাক্তন পুরপ্রধান ইন্দুভূষণ ভট্টাচার্য, প্রাক্তন ফুটবলার প্রতাপ ঘোষ, স্থানীয় কাউন্সিলর কবিতা ঘোষ প্রমুখ। আর উদ্বোধনের পর থেকেই জগদ্ধাত্রী প্রতিমার নতুন রূপ দর্শন করতে ভিড় জমিয়েছেন সোনারপুর ও আশপাশের বাসিন্দারা।
পুজো কমিটির কর্তা নিত্যানন্দ ঘোষ ও প্রধান উপদেষ্টা পুরমাতা কবিতা ঘোষ জানান, এবার এই পুজো ৫১ বছরে পা রেখেছে। মূল আকর্ষণ মায়ের অন্নকূট। পুজো উপলক্ষে সমাজ সচেতনতার বার্তার ওপর জোর দেওয়া হয়েছে। পুজোমণ্ডপে জল সংরক্ষণ, ডেঙ্গি নিয়ে প্রচারের পাশাপাশি কম্বল প্রদান–সহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷