Breaking News

চাঁদপুরে লোকনাথ ব্রহ্মচারীর ২৩তম বাৎসরিক ঘৃত , প্রদীপ প্রজ্জ্বলন উৎসব পালিত


দুপুরে সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৩তম বাৎসরিক ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব পালিত হয়েছে। ২ নভেম্বর শনিবার চাঁদপুর পুরাণবাজারের লোকনাথ বাবার মন্দির ও আশ্রমে উৎসব হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান বলেন, সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রাখতে সকলকে বেশি বেশি ধর্মীয় আলোচনা শুনতে হবে। কারণ ধর্ম মানুষকে ধার্মিক করে। কোনো ধর্মই হানাহানিকে প্রশ্রয় দেয়নি। তাই সবাই মিলেমিশে এই দেশটি সুন্দর রাখবো এটাই হোক প্রত্যাশা। আমি এই উৎসবের সফলতা কামনা করছি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনএসআই চাঁদপুরের যুগ্ম পরিচালক মোঃ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, পৌর প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী, জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী।


পুরাণবাজারের লোকনাথ বাবার মন্দির ও আশ্রম কমিটির সভাপতি কার্তিক চন্দ্র সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন সাহা ও সাংগঠনিক সম্পাদক তন্ময় বণিকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুরাণবাজার পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী উমেষ সাহা, শেখর পাল, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী তপতী কর, নাছরিন ইসলাম নিপা, আকলিমা শিউলী, পুরাণবাজারের লোকনাথ বাবার মন্দির ও আশ্রম কমিটির সহ-সভাপতি দীপক রায়, প্রমোদ কুমার দাস, হরিপদ দাস, প্রভাষ সাহা, লিটন সাহা, তাপস দত্ত, সহ-কোষাধ্যক্ষ অজিত সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সুবল ঘোষ, রনি পোদ্দার, সুমন সাহা, কাকন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক প্রদীপ রায়, প্রচার সম্পাদক বাপ্পী মন্ডল, সহ-প্রচার সম্পাদক বিশ্বনাথ ঘোষসহ অন্য নেতৃবৃন্দ। এর আগে প্রতি বছরের ন্যায় এ বছরও পরমপুরুষ লোকনাথ বাবার মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন উৎসবে সকাল ৮টায় মিশ্রি ভোগ নিবেদন, ৯টায় বাবার সিদ্ধভোগ নিবেদন, ১০টায় বাবার ষোড়শো পূজা, দুপুর ১টায় বাবার রাজভোগ, ২টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৪টায় বাবার শীতল ভোগ এবং সন্ধ্যা ৬টায় লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রদীপ দানের মহাপূজা এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এদিকে এই উৎসবে কয়েকশ' সনাতন ধর্মাবলম্বী ভক্ত উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷